লোকাল ভাবনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ ডিসেম্বর, ২০১৭, ০৫:২৩:৩৭ বিকাল

ঘরের পাশেই ইপিজেড মানুষ আর মানুষ

সাত সকালে অপিষ যায় উড়ায় স্বপ্ন ফানুস।

খুব দূরে নয় কাষ্টম, বন্দর, আগ্রাবাদের মোড়

আগাগোড়া মানুষ ভরা কাজ কামের সুর।

এতো কাছে থেকে তবু যোজন যোজন দূরে

কর্ম কামায় করতে গিয়ে মরছি আমি ঘুরে।

মরছ কেন? যা না চলে ঘরের আশেপাশে

একটা কিছু জুটিয়ে নিয়ে থাকবি উচ্ছাসে।

কিন্তু ভায়া ভেবে দেখ চাকরী দেবে কে?

অন্য জেলার লোকগুলো সব দখল নিল যে।

আমার ঘরের আশেপাশে উন্নয়নের সাইন

ক'জন খুঁজে পাবে বল লোকাল পোলাপাইন।

আমাকে তায় ছাড়তে হল চাকরী ধরার আশা

সেই থেকে যাচ্ছি লড়ে স্বপ্ন ভাসা ভাসা।

বিষয়: বিবিধ

৫০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File