- আমাদের সংসার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৩৪:৫৮ সন্ধ্যা



প্রতিদিন সে ছুড়ে ফেলে দলে যায় সংসার

বাঁদির জীবন এমন করে করবেনা আর পার

করবেনা আর সহ্য এমন হবেনা কোন ছাড়

ভাংতে ভাংতে টিকে যায় তবু জোড়া লাগে বারবার।

তোমার ছেলে সামলাও তুমি আমি আর পারছিনা

কলের পানিতে ঘর ভাসাল আজ আর ছাড়ছিনা

বিছানাটা এই গুছালাম এই আবার হাটবাজার

গেলাম আমি আজকেই যাবো আসবনা ফিরে আর।


ঠুসঠাস পিঠের পরে জালিয়ে খেলি আমায়

একি! করেছে গায়ের পোশাক পা ভরেছে কাঁদায়

কতো করে বলেছি বৃষ্টি আজ দাম দিলিনা কথার

থাক তুই বাবাকে নিয়ে গেলাম আমি আসবনা আর।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359962
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাবার মাইরের ঝাল মা সন্তানকে মেরে তুলে, এইতো বাংলার চিরায়ত নিয়ম। দারুণ ফুটিয়ে তুললেন কবি, দারুণ!
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪২
298356
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Love Struck Love Struck Good Luck Good Luck Good Luck
361327
০৫ মার্চ ২০১৬ রাত ১২:৪৩
আশাবাদী যুবক লিখেছেন : প্রায় প্রতি মধ্যবিত্ত পরিবারেই এমন ঘটে থাকে ৷ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন ৷
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:২৩
299455
বাকপ্রবাস লিখেছেন : হ, পোলাপাইন দুষ্টামি না করলে মজা নাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File