শান্তির খোঁজে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জানুয়ারি, ২০১৫, ০৪:০৭:৪৪ বিকাল



তুরাগ তীরে ইসলাম এসে

যাচ্ছে চলে আবার

ডানে বামে হয়নি দেখা

কেমন মেসাকার।

আমিন আমিন ধ্বনি রবে

লাখো মুসলমান

শান্তি আসুক শান্তি আসুক

গাইল গুণগান।


শান্তি তবু দেয়না ধরা

অশান্তি বাড়ে আরো

কোথায় শান্তি কোথায় শান্তি

নাই যে জানা কারো।

তবুও আমরা রইলাম আশায়

শান্তি আসবে দেশে

তুরাগ তীরের আমিন রবে

অশান্তি যাক ভেসে।


বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300809
১৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:২৮
অনেক পথ বাকি লিখেছেন : শান্তি তো আর চাইলেই আসবে না। সেজন বহুত মেহনত করতে হবে। হয়তো আমাদের কোন পূর্ব পুরুষরা অনেক পাপ করেছিলো সেজন্য হয়তো আমাদের অনেক শাস্তি পেতে হচ্ছে।
১৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৪
243343
বাকপ্রবাস লিখেছেন : কি জানি বাপু
শান্তির মা কোথায়Crying Crying
300812
১৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু............ শ্রদ্ধেয় ভাইয়া। সুন্দর প্রত্যাশা। একই প্রার্থনা আমারও। জাজাকাল্লাহু খাইর।
১৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৮
243345
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, আপনার আমার সবার এবঙ দেশের উপর শান্তি বর্ষিত হোক সেই কামনা
300851
১৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু তসবিহ টিপে শান্তি আসলে খালিদ(রাঃ) থেকে হাবিলদার রজব আলি পর্যন্ত মুজাহিদ দের কোন নামই ইতিহাসে থাকতনা।
২০ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০৫
243412
বাকপ্রবাস লিখেছেন : ডানে বামে হয়নি দেখা
কেমন মেসাকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File