নির্বোধ জাতি

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২২ নভেম্বর, ২০১৪, ০৯:৫৫:১৭ রাত

যখন আকাশ ঢেলে দেয় তার পুঞ্জিবুত মেঘমালা

প্রচন্ড ধাবমানে ঝর ঝর করে পরে জমিনের পর,

পৃথিবীর সকল পশু , মানুষ খুঁজে নিশ্চিদ্র নিরালা

অবুঝ জমিন পরে রয় দেহ বিচিয়ে নিরব নিথর।।

ব্যাঘ্র গর্জনে ক্রোধে ফেটে পরে যবে নীল আসমান

ধেয়ে আসে উত্তাল সমুদ্রের জলের তরঙ্গ,দেখি ক্রোধ

মুহুর্তে অগ্নিস্পুলিঙ্গে বিশাল বটবৃক্ষ হয়ে পড়ে দু'খান

শহর রক্ষার বেড়িবাঁধ করিতে পারেনা গতিরোধ।।

আসমান আর সমুদ্রের পানির নিভির সম্মিলনে

যখন ভেসে যায় গরু মহিষ মানুষ হিংস্র পশু কুল,

খড় কুটোর মতো ছুটে চলা বিশাল গাছের ভাসমানে

ডাল আশ্রয় করে আহত কুকুর,মানুষ জানাই আকুল।

তখন কোথায় থাকে সাহসী মানুষের উগ্র অহমীকা

অথবা বাধ ভাঙ্গা উচ্ছল উলঙ্গ যৌবনের লাবন্যতা,

তবে কেন ভুলে যায় সম্মুকে দাড়ায়ে মৃত্যুর যবনিকা

কেন করোনা নির্বোধ, স্রষ্টার সাথে আপোষকামীতা।

অযথাই স্পর্ধা দেখায় নিরবাস অবিশ্বাসী আদম জাতি

স্রষ্টার সাতে লাগায় দন্দ,সৃষ্টি কে করে দলিত মথিত,

আহা অবুঝ মানব,অকারনেই হয় শুধু আত্নঘাতী

কেন বুঝে না যে, তার কাছে হতেই হবে অবনমিত।

বিষয়: সাহিত্য

৭৩১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286982
২২ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে Rose Rose Rose
২৩ নভেম্বর ২০১৪ রাত ১২:১২
230477
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:১০
231086
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ
287017
২৩ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৩
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:১০
231085
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ
287225
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৫
ফেরারী মন লিখেছেন : কষ্ট লাগে এত সুন্দর একটা কবিতায় মন্তব্য মাত্র ৪। Sad Sad লুল পোলাপাইন অথর্ব সব পোষ্টে লুল ফেলতেছে। কবিতা সুন্দর হইছে ধন্যবাদ। চালিয়ে যান।
২৪ নভেম্বর ২০১৪ রাত ১২:১০
231084
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File