মাকে নিয়ে আত্ম কথন!!

লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫৮:১৭ দুপুর

মা এই একটি বর্ণের মাঝে পৃথিবীর সকল বর্ণ যেন বিলিন হয়ে যায়! পৃথিবীর সব ভাললাগা আর ভালোবাসা যেন একটি মানুষের বুকের মাঝে লুকায়িত! এই একজন মানুষ হতে পারে সকল সন্তানের কল্যান কামিতা! সেই মায়ের কষ্টটা বুঝেছি ঠিক নিজে যখনই মা হয়েছি তখন! এর আগে এত গভীরভাবে কখনো মায়ের কষ্ট উপলদ্ধি করতে পারিনি! ২০০৪ সাথে যখন ফুপাতো বোনের ছেলে হবে সেদিনের মাতৃ যন্ত্রনায় সে বলেছিল মাগো মা তুমি কষ্ট করেছ আমাকে নিয়ে আমি আজকে বুঝেছি! আজকে থেকে প্রতিজ্ঞা করছি আর কখনো তোমাকে কষ্ট দিবোনা!

সেদিন ফুপাতো বোনের কথাগুলোকে সরাসরি শুনতে না পেলেও আরেক ফুপুর মুখে শুনে মনে হয়েছিল যেন আমি সেই বোনের থেকেই কথাগুলো শুনেছি! কথাগুলো বলতে যেয়ে সেই ফুপু বলেছিল প্রত্যেক মেয়েই মায়ের প্রকৃত কষ্টটা বুঝতে পারে যখনই সে মা হয়! এর আগে কোন মেয়েরা তা বুঝতে পারেনা! আর ছেলেরা তো কখনোই বুঝতে পারেনা মায়ের মাতৃ যন্ত্রনা কত বেশী! মেয়েরা বুঝলেও সেটা অনেক দেরি হয়ে যায়! কেউ কেউ মায়ের কষ্ট বুঝলেও মায়ের জন্য কিছুই করতে পারেনা কারন হিসেবে বলা যায় মেয়েরা স্বামীর অধীনস্ত তাই মন চাইলেও মাকে কিছু দিতে পারেনা!

আবার কেউ কেউ স্বামীর আয় সল্প হওয়ার কারনে ও দিতে পারেনা! তাই মনের ইচ্ছাকে কখনো অপূরন রাখতে হয় কখনো বা পূরন করা যায় প্রয়োজনের তাগিদে! প্রবাসের কারাগার থেকে যখনই কল করি কখনো যদি বোনদের সাথে কথা বলে বা আব্বুর সাথে কথা বলে রেখে দেই তখনই মা ছোটদের মত করে আব্বুকে বলেন ওতো আমাকে ভুলে গেছে! পরে কল করলে বলে যে কিরে আমার সাথে কথা না বলে রেখে দিলে সেদিন; বলেই কেঁদে দেন আরো বলেন বুঝেছি এখন তো কোলে সন্তান সেই তো এখন তোর মা তাই আর আসল মায়ের কথা মনে পড়েনা!

আমি বলি মা মাগো এমন সন্তান আর দশটা থাকলেও কেউই তোমার মত হতে পারবেনা! তুমিই তোমার মত! মাকে শান্তনা দিতে বলি মাগো তোমার নাতনী তো তোমার পায়ের কেনু আঙ্গুলের সমানও এখনো হয়নি! তো চিন্তা করো তুমি কত বড় মা! মা তখন হেসে বলে কই নিজের সন্তানকে তো বুকে নিয়ে আছিস আমাকে তো নিতে পারিস না! কি বলবো জবাব পাইনা তখন! চুপ করে প্রসঙ্গ পরিবর্তন করি! মাকে অন্য কোন বাক্য দিয়ে হাসাতে ট্রাই করি! মা তুমি ও তোমার বেয়াইনের জন্য মেয়েকে ছোট বেলাতেই বিয়ে দিয়ে দেব যাতে করে তোমরা দেখে যেতে পারো আমার কথা শুনে মা হাসেন আর বলেন এতদিন কি হায়াত পাবো? তখন আমি বলি আল্লাহর সাথে এই বলে প্রার্থনা করে কন্টেক করেছি যে আমার মেয়ের বিয়ে আর আমার আগে যেন আল্লাহ তোমাকে ডাক না দেন! ইনশা-আল্লাহ তাই হবে!

কয়েকদিন থেকে মায়ের জন্য মনটা খুবই খারাপ তাই মাকে নিয়ে লিখলাম! কোন ভাষা জানা নেই তারপরও লিখতে বসলাম লিখেছি মনের আবোল-তাবোল ভাবনাগুলো! একটি মায়ের গান শুনে মনটা আরো দূ্র্বল হয়ে পড়লো! তাই লিখতে না বসে পারলাম না! আমার মা বাবা ও শশুর শাশুড়ীর জন্য সবাই দোয়া করবেন উনারা যেন নেক হায়াত পান এবং আল্লাহর প্রিয়পাত্রী হয়ে এখান থেকে যেতে পারেন! আমিন!

গানটির লিংক সবার সাথে শেয়ার করছি হয়তো আমার মত প্রবাসী কাঙালদের ভালো লাগবে!



বিষয়: বিবিধ

১৫১৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262963
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৭
206639
সাদামেঘ লিখেছেন : প্রথম মন্তব্যকারি হিসেবে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা! দোয়া করবেন আমার প্রিয়ব্যক্তিদের জন্য
262966
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
আফরা লিখেছেন : আপু অনেক আবেগ দিয়ে মনের মাধুরী মিশিয়ে লিখেছেন ।

মামনির মুখে শুনা একটা কথা ভালবাসা সব সময় নিজের দিকে গড়ায় ।আমার মা আমাকে যেমন ভালবাসে আমি তোমাকে তেমন ভালবাসি আবার তুমি তোমার সন্তানকে তেমন ভালবাসবে এটাই নিয়ম ।তবু মা তো মাই মায়ের কোন তুলনা নেই ।

অনেক ধন্যবাদ আপু ।
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
206640
সাদামেঘ লিখেছেন : ঠিক বলেছেন আফরা আপুনি! মা শুধুই মাই হয় মায়ের সাথে আর কারো তুলনা হতে পারেনা!
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
206711
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খালামণি ... কথাটা খুবি সুন্দর করে বলেছেন Rose Rose
আমার মা আমাকে যেমন ভালবাসে আমি তোমাকে তেমন ভালবাসি আবার তুমি তোমার সন্তানকে তেমন ভালবাসবে এটাই নিয়ম
Thumbs Up Loser Loser দারুন কথা। খালামণিকে স্পেশ্যাল সালাম আমার পক্ষথেকে। (আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্)

আচ্ছা, তবুও আমরা মা কে কেন এত জ্বালায়, যত্ত রাগ, অভিমান সব মা’র সাথে কেন করি Day Dreaming আর মা ও সব কিছু সহ্য করে। Loser মনেহয় এটাও নিয়ম, যে.... যাকে যত্ত বেশি ভালোবাসে, সে ... তাকে তত বেশিই জ্বালায়, (এটা অবশ্যই আদরের জ্বালা) Loser তাইতো সহ্যও করে সব কিছু। ....... ভালোবাসার বন্ধন ..... সত্যিই অদ্ভুদ। Day Dreaming Day Dreaming
262967
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৯
207012
সাদামেঘ লিখেছেন : ভালোলাগা রেখে যাবার জন্য ধন্যবাদ
262970
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পৃথিবীর সকল মা-ই যেন সকল সন্তানের কলিজা জুড়ি আছেন থাকেন! সকল মা ও বাবার জন্য কল্যানের দোয়া!
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৯
207013
সাদামেঘ লিখেছেন : ঠিকই বলেছেন!
263012
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
নূর আল আমিন লিখেছেন : রাব্বির হামহুমা কাম্মারাব্বাইয়ানী ছগিরা
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২০
207014
সাদামেঘ লিখেছেন : আমিন!
263042
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
বাজলবী লিখেছেন : অনেক ভালো লাগলো জাযাকাল্লাহ খাইর
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২০
207015
সাদামেঘ লিখেছেন : আপনার জন্যেও অনুরুপ দোয়া
263063
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুন্দর লিখেছেন আপু। অবশ্যই এ উপলব্ধিটা আমাদের (ছেলেদের) হবে না কখনও। মায়ের কষ্ট, মায়ের আদর শুধু মায়েরা বুঝতে পারবে। আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআলা আপনার ও আপনার মা’র হায়াত কে লম্বা করে দিন। সুস্থ রাখুন সারাটা জীবন। Rose Rose Good Luck Good Luck গানটিও শুনলাম এখান থেকে..... অনেক সুন্দর Thumbs Up Music
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২১
207016
সাদামেঘ লিখেছেন : ভাইদের উলবদ্ধি হবেনা তাও বলবো ভাইয়েরা যেন সবাই সবার মা বাবাকে হেলা না করেন!
263064
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আচ্ছা, আপু একটা পরামর্শ দেবো? লেখাটা খুবি সুন্দর তবুও দেখতে একটু কেমন জানি লাগতেছে। যদি আলাদা আলাদা প্যারা করে দিতেন দেখতে একটু সুন্দর লাগতো - পড়তেও একটু সুবিধা হতো।
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০০
207356
সাদামেঘ লিখেছেন : দিয়েছি আপনার পরামর্শমত! দেখেন কেমন লাগে?
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:২২
207375
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুশি লাগলো আমার। পোস্টও অনেক সুন্দর লাগতেছে দেখতে। যাজাকিল্লাহু খাইর Good Luck Good Luck
263137
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫১
কাহাফ লিখেছেন : মা পৃথিবীর শ্রষ্ঠ সম্পদ।মাকে নিয়ে এমন আবেগঘন পোস্টের জন্যে অনেক ধন্যবাদ .....।
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০১
207357
সাদামেঘ লিখেছেন : মনের কথাগুলো একত্রিত করা মন্তব্য পড়ে ভালো লাগলো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File