শাশ্বত স্বপ্নরূপ

লিখেছেন লিখেছেন তেপান্তর ২৫ মার্চ, ২০১৪, ০৮:৪৩:৪৯ রাত



শাশ্বত স্বপ্নরূপ তুমি আমার রূপসী বাংলা।

তোমার সৌন্দর্য্য-ঐশ্বর্য্যে মুগ্ধ আমি সর্বদা।

তোমার মাঝে আমার হারানো শৈশব খুঁজে পায়।

দ্ব্যর্থহীন প্রত্যয় যেন আমরণ থাকি রুপসী এ বাংলায়।

বাংলার বুকে বিছানো আজও সবুজের গালিচা।

বাংলার বুকে বহমান হাজারো নদ-নদী খরস্রোতা।

ভাষার তরে বিলিয়েছিল জীবন বাংলার দামালেরা।

বাংলার কোলে নিশ্চুপ ঘুমায় স্বাধীনতার বীরেরা।

ভোর-বিহনে বাংলায় ঘুম ভাঙ্গায় পাখ-পাখালির ধ্বনি।

সেখানে ভেসে আসে সুদূর গ্রামের আযানের অমীয় বাণী।

বাংলায় আছে আজও গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হেমন্ত।

হাড়-কাঁপানো শীত আর শিমূল-কোকিলের বসন্ত।

বাংলায় মেলে বৃক্ষকুল আর ফুল-পাখি-গান।

বাংলার রুপ মোহে বিমোহিত আমার অবুঝ এ প্রাণ।

গর্বে আজও বুক ভরে লাল-সবুজের পতাকায়।

ধন্য আমি, চির ধন্য, জন্মেছি এই বাংলায়।

বিষয়: সাহিত্য

১৪৪৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197925
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৫৬
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
147870
তেপান্তর লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।
197926
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:১০
147871
তেপান্তর লিখেছেন : কবিতাটি পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই।
197947
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:৩১
ফেরারী মন লিখেছেন : হৃদয় কাপানো কবিতারে ভাই। এমনি বাংলার রূপ দেখলে আমার হৃদয়টা খাখা করে তারউপর এরাম কবিতা পড়লে আরো খা খা করে। অসাধারণ একটা কবিতা। অনেক ধন্যবাদ
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:৫১
147891
তেপান্তর লিখেছেন : কবিতাটি পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
197966
২৫ মার্চ ২০১৪ রাত ১০:৩৮
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতার ছন্দে গ্রাম-বাংলার রূপ সুন্দর ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো Good Luck Good Luck
২৬ মার্চ ২০১৪ রাত ১২:৩৫
147969
তেপান্তর লিখেছেন : ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
197984
২৫ মার্চ ২০১৪ রাত ১১:৫৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়াও দারুন লিখেছেন। অনেক জোশ হয়ছে!
২৬ মার্চ ২০১৪ রাত ১২:৩৫
147970
তেপান্তর লিখেছেন : ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File