পূর্বপুরুষের রক্তের ঘ্রাণ

লিখেছেন লিখেছেন লাল বৃত্ত ৩০ মে, ২০১৩, ০৭:৩৮:২৭ সন্ধ্যা

✮ আম্মু আমাকে জিজ্ঞেস করছেন কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে?? আমি কি করি?

✮ সত্যি চিন্তায় পড়ে গেলাম... ইংরেজী সাহিত্যে অনার্স মাস্টার্স করে আমি আসলে কি করি??

✮ মানুষ কত বুক ফুলিয়ে বলে আমার ছেলে ডাক্তার, কেউ হেব্বি ভাব নিয়ে বলে সে তো এখন ইঞ্জিনিয়ার, আবার কেউ রসিয়ে বলে বুঝলেন?? ছেলেটাকে এত করে বললাম এইসব আইবিয়ে টিয়ে পড়ে কি হবে?? এখন তো ছেলে লাখ টাকা কামায়, ব্যাট এ জব করে বুঝলেন!!

✮ না জব করতেছি, না কামাচ্ছি লাখ টাকা, না হতে পারলাম জাতীয় পেশা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার...

✮ আব্বুর খুব ইচ্ছে আমাকে প্রফেসর হিসেবে দেখবেন...(আমার বাবা ও পূর্বপুরুষেরা শিক্ষকতার মত মহান পেশায় মগ্ন ছিলেন)

✮ আম্মুকে বললাম, বলবেন গ্রাফিক্স ডিজাইনার, আম্মু বলে এইসব খটরমটর লোকে বুঝবে??

মহা বিপদ, ভিডিওগ্রাফার, সিনেমোটোগ্রাফার এগুলো তো আরও ভয়াবহ!!

✮ এইসব কোন কাজ?

✮ আমি কি করছি আসলে?

✮ একদিন একজন বলেছিল, বান্না ভাই, আমরা কেন কেবলই শিক্ষামুলক জিনিস পত্র বানাই? বিনোদনমুলক বানাতে কি সমস্যা?

✮ আমি সেদিন কিছু বলিনাই, কিন্তু আজ শিরায় টের পাই পূর্বপুরুষের রক্তের ঘ্রাণ, আমি আসলে শিক্ষক, কেবল আমার উপাদান আর পাঠদান পদ্ধতি ভিন্ন...

বিষয়: সাহিত্য

১৬৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File