নীরব যন্ত্রনা

লিখেছেন লিখেছেন নুরহোসেন ২৩ অক্টোবর, ২০১৯, ০৯:২২:৩৪ সকাল

একদিন ভালবাসার কথা ছিলো

আমি শত চেষ্টাতেও তোমায় ভালবাসতে পারিনি,

আমি তেমনি বোকা কিংকর্তব্যবিমুঢ়।

সভ্য জগতে আমাকে মানায় না জানি

সামাজিক নই আবার অসভ্যও নই,

মনে-প্রাণে বাস্তবতাকে মানি।

এইযে সংসার-যান্ত্রিক দৌড় আর উন্নতির প্রতিযোগিতা

সব মিলিয়ে গোলকধাঁধা,

মানতে পারিনা সহজ জীবন জগতিক নিয়মের বাঁধা।

আমি স্বাধীণচেতা মানুষ।

আর অনুরোধ প্রস্তাব দিওনা ভালবাসার

কবরে শোয়া মানুষ শোনাতে পারেনা বানী আশার,

আমি এক যাযাবর গুহামানব।

আমার অপেক্ষায় থেকে জীবন নষ্ট কোরনা

প্রতিশোধের নেশায় কানে নিওনা অসৎ লোকের মন্ত্রনা,

ভাল থাকবে আমায় ভুললে!

নয়তো,

বুকের ভিতর বাড়তেই থাকবে অসহ্য নীরব যন্ত্রনা।

বিষয়: বিবিধ

৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File