পেটুকের পেট ভরে, মন ভরে না

লিখেছেন লিখেছেন নুর হোসেন শাহেদ ২২ আগস্ট, ২০১৮, ০১:৪৯:১৮ রাত

বগুড়ার দই খেতে সেরা, পোড়াবাড়ির চমচম... কিন্তু আপনি কি করে জানেন? কেউ কেউ খেয়েই ক্ষান্ত থাকেননি শুধু, ভোগের আলাপে প্রলাপ জুড়ে দিগ্বিদিকে রা ফেলে দিয়েছিলেন। কাল থেকে কালে জনশ্রুতি মানুষই তৈরী করে।

ভোজনরসিক রসের নৈবদ্যের সন্ধানে দূর থেকে দূরান্তে পাড়ি দেয়, পেটের পুজোতে কুঁজো হয়ে যায়, তবু বিয়েবাড়ি কি কাঙালি-ভোজে চেয়ারের হাতল ধরে প্রতিক্ষায় থাকে ভোজের ভোজবাজিতে অন্তঃকরণ জুড়িয়ে নিতে।

সেই ভ্রমণবিলাসী পেটুকের বয়ানের মাঝে তবু কখনো শুনেছেন কি অমুক মসজিদে তমুক ঈমামের সলাতে খুশু বেড়ে যায়, তেলাওয়াতের মোহন টানে হৃদয় এফোঁড়ওফোঁড়, আদ্র চোখে শ্রাদ্ধ যতো ভোগ-শোক, ভেসে যায় পাপাচারের চরাচর, বেয়ারা মন বিচ্ছিন্ন একা হতে হতে নতমুখে দাঁড়িয়ে থেকে ত্রস্ত তার রবের সামনে?

সকল ভালোর খোঁজ পরে চরাচরে, শুধু মসজিদের ভিতরের খবর ছাড়া! হারিয়ে যাওয়ার ভয়ে একটা মূহুর্তও বাদ পড়েনা ক্যামেরার ক্লিক থেকে। ভালো মুভি, ভালো গান, ডকুমেন্টারি, টকশো; শত লিংকে জমিয়ে রাখি। শুধু মসজিদ থেকে মসজিদে ইমামের তেলাওয়াত ফিরতে থাকে ইথারে ইথারে, আমাদের ব্যস্ততা ছাপিয়ে যা ধরে রাখার ফুরসত মিলেনা কভু!

(তেমনি কিছু সমর্পণের ডাক নিচে দেয়া থাকলো ইথারে মিলিয়ে যাওয়ার আগেই যা ধরে রাখা হয়েছিলো। সময়-সুযোগ করে আপনিও শুনবেন আশা করি, যাতে অন্তর আরো অধিক নরম থাকে, বেশী বেশী রবের স্মরণ আসে আর নিরন্তর ইস্তিগফারের ইচ্ছা জাগুরুক থাকে মনে।)

তেলাওয়াত:

১। আব্দুল্লাহ আল মাতরুদ: https://youtu.be/cOveI1vJHjI

২। মিসরি আল আফাসি: https://youtu.be/u_qz3TuA_Z8

৩। মাগফিরাহ হুসাইন: https://youtu.be/WumtHqRjQe8

৪। হাজ্জা আল বালুশি: https://youtu.be/wBICz3rAXmE

৫। ওমর হিশাম আল আরাবী: https://youtu.be/x7QyU35LnCg

৬। ঘাসসান আল সোরবাজি: https://youtu.be/BOBxcX2Hwns

৭। আব্দুল্লাহ আল আজমি: https://youtu.be/XCT_hDOh_4M

৮। আব্দুল আজিজ জাহরানী: https://youtu.be/hL8E63hm16U

৯। মুহাম্মদ আল কুর্দি: https://youtu.be/oB14FKhqDwA

১০। নুরিন মুহাম্মদ সাদিক: https://youtu.be/iqhXbBbJGcQ

১১। আনাস বৌরাক: https://m.youtube.com/watch?v=Y3OviPRyfIM

যিকির ও দরুদ:

→ মিসরি আল আফাসি: https://youtu.be/x2Sw4JfbDas

→ ওমর হিশাম আল আরাবী: https://youtu.be/xu0ymAZvexo

হামদ:

→ মিসরি আল আফাসি: https://youtu.be/v6LsWfvQkaM

→ (আসমা-উল-হুসনা): https://youtu.be/x3gb-Kd9N7s

(এন্ড্রয়েড ফোনে youtube থেকে ভিডিও/অডিও ফরমেটে ডাউনলোড করতে videoder এপ্লিকেশনটা খুব কাজের। https://www.videoder.net)

বিষয়: বিবিধ

৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File