আল্লাহ কি অপ্রয়োজনে কিছু সৃষ্টি করেছেন?

লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ৩১ জুলাই, ২০১৭, ০৪:০৫:৪৪ বিকাল

প্রশ্নঃ চারপাশে যা কিছু আছে তা দিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব যেমন বুঝা যায় তেমনি বিপরীত কিছুও বুঝা যায় যেমনঃ সৃষ্টিকর্তা মন্দ জিনিস কেন সৃষ্টি করলেন? কী প্রয়োজন ছিল মশা,মাছি, সাপ, জোঁক এসব ক্ষতিকর প্রাণী সৃষ্টি করার।

উত্তরঃ মশা মাছি আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে কারন আপনি বিজ্ঞান জানেন না। বহু ছোট মাছ ও বড় মাছের পোনা মশার লার্ভা খেয়ে বেঁচে থাকে। সাপ ইদুর খেয়ে ফসল রক্ষা করে। প্রত্যেক ওষুধের যেমন সাইড এফেক্ট থাকে তেমনই প্রত্যেক প্রানীর কিছু ক্ষতিকর দিক থাকে। তার মানে সেসব অপ্রয়োজনীয় তা কিন্তু নয়। সেসব প্রাণীর উপকারি ভুমিকাও রয়েছে। আর আপনার যদি বাস্তু সংস্থান সম্পর্কে নুন্যতম জ্ঞান থাকে তবে আপনি এমন কথা বলবেন না। খাদ্য শৃঙ্খলে প্রত্যেকটি প্রাণী গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দেই বাঘ হরিন খায়। হরিন ঘাস খায়। বাঘ যদি না থাকত তাহলে কি হত? হরিন অনেক বেড়ে যেত। ফলে ঘাস কমে যেত। ঘাস না পেয়ে হরিন দুর্ভিক্ষের অবস্থায় পতিত হত। এজন্য যে কোন প্রাণী বিলুপ্তির পথে গেলে পরিবেশ বিজ্ঞানীরা উদ্বিগ্ন হয়ে যান। যারা বিজ্ঞান বুঝে না তারাই এমন চিন্তা করে। আল্লাহ যথার্থই বলেছেন- কোন কিছুই তিনি অনর্থক সৃষ্টি করেন নাই।

-আবদুল্লাহ

বিষয়: বিবিধ

৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File