অন্যায় থেকে ফিরে এসো তোমরা

লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ৩০ জুলাই, ২০১৬, ০৪:৪১:৫৮ বিকাল

আজকাল ঘর থেকে বের হতেই কেমনজানি ভয় ভয় লাগে অজানা আতংকে কেপে উঠে বুক।মাঝে মাঝে ভাবি এই কি আমার বাংলাদেশ? যে বাংলাদেশের সুচনা ভাষা আন্দোলনের মাধ্যমে যেখানে নিরস্র বাংলার মানুষ অস্রকে ভৃদ্ধাংগুলি দেখিয়ে সংগ্রামী আন্দোলন করে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। এরপর ৭১ র মুক্তিযুদ্ধ দীর্ঘ ৯মাস সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশের জন্ম।তারপরও বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়েছে আমার এই বাংলাদেশ তবুও এই দেশের জনগন কোন ধরনের অন্যায়কে কখনও প্রশ্রয় দেয়নি দেবেওনা। সুজলা,সুফলা শষ্য শ্যামলা এই বাংলা অনন্তকাল যাবত শান্তিসম্প্রীতি ছড়িয়ে দিচ্ছে বিশ্বের মাঝে। এ দেশের মানুষ ইসলামপ্রিয় একথা সত্য কিন্তু কখনও্ উগ্রতাকে মেনে ন্যায়নি সমর্থনও দেয়নি।ইসলামতো শান্তির ধর্ম এখানে সন্ত্রাসবাদ উগ্রবাদের কোন যায়গা নেই। আমার এখনও মনেপরে রাজধানীর বুকেও ছোট সময় আমাদের নির্দিষ্ট সীমারেখা ছিল যেখানে পরিবারের লোকজন বন্ধুবান্ধব বা অন্য যেকেউ আমাদের অনায়াসে খুজেপেত। আর এখন এই তথ্যপ্রযুক্তির ডিজিটাল যুগের এই কি অবস্থা! নৈতিকভাবে পরাজিত যেকোন লোক বিপথগামী হওয়াই স্বাভাবিক তাই আমাদের উচিত ছোটবেলা থেকে পরিবারে নৈতিকতা শিক্ষা দেওয়া।এক্ষেত্রে সমাজ বা রাষ্ট্রের ভুমিকা অনেক তাই আমাদের শিক্ষাব্যাবস্থা সুন্দরভাবে ঢেলে সাজানো অপরিহার্জ। অন্যায় অবিশ্বাস যখন সর্বত্র বিরাজ করে তখন সত চেষ্টা করেও মানুষকে সুপথে ফিরানো যায়না। নৈতিক অবক্ষয় যেমন একটি জাতির জন্য ক্ষতিকর তেমনই একটি সমাজ বা রাষ্ট্রের জন্য। আমরা যদি আজকে খুজতে যাই এইযে তথাকথিত আইএস বা জেএমবি নামদারী জঙ্গীরা পরিবার,সমাজ বা রাষ্ট্র থেকে সঠিক শিক্ষা পায়নি তাই দুষ্কৃতির পথে পা বাড়িয়েছে, এদের না আছে কোন নৈতিক শিক্ষা না আছে কোন ইসলামিক শিক্ষা। নিরীহ জনগনের উপর অতর্কিত হামলা চালিয়ে মানুষ মেরে আর যাইহোক ইসলাম কায়েম করা যায়না। তাই যারা অন্যায় করছো ফিরে এসো তোমরা সুপথে দেশ সমাজ পরিবার ইসলাম রক্ষার সার্থে নিজেকে ভাল মানুষ হিসেবে গড়তে সমাজকে কিছু দিতে সমাজে সত্য ন্যায় সুন্দর প্রতিষ্ঠা করতে ফিরে এসো তোমরা অন্যায় থেকে।

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File