বৃষ্টিয় স্নিগ্ধতা

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ২৯ মে, ২০১৬, ০২:২০:১৫ রাত

তখনো রিমঝিম বৃষ্টি পড়ছে

আমার অকৃত্রিম বিছানার পুরো শরীরে।

বর্ষার বৃষ্টি নয়

কাল-বৈশাখী ঝড়ের বৃষ্টি নয়

বসন্ত পেরিয়ে গ্রীষ্মের তাপে উত্তপ্ত রাতের পৃথিবী।

আমি হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে চাই।

শুধু হাত নয়

বৃষ্টিস্নানে ভিজিয়ে দেয় আমার আপাদমস্তক।

আমি গল্প করি বৃষ্টির সাথে-

শিরী-ফরহাদ, রজকিনী-চন্ডিদাস

কিংবা অহনা-নিলয়ের গল্প নয়;

বৃষ্টিস্নাত মনের আবেগী অনুভূতির।

ছন্দে ছন্দে বৃষ্টি বাড়ে

অমিত্রীয় সনেটের পঙক্তি তুল্য

আমায় দিয়ে যায় এক কবিতা স্নিগ্ধতা।

বিষয়: সাহিত্য

৮৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File