~~~*, উপমা ,*~~~
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ২১ এপ্রিল, ২০১৬, ১২:৩১:২৪ রাত
বিধাতার রহস্যময় ক্যারিশমা,
কার আছে বুঝিবার সাধ্যি?
নীকশ কালো আকাশ হঠাত্ রোদ-
ঝলমলে আকাশে অঝোর বৃষ্টি ।
.
হাঁপিয়ে ওঠা খরতাপে
অতিষ্ঠ জন জীবন;
প্রখরতার বিরক্তি প্রকাশে মানব-
হচ্ছে না কেউ কৃপন ।
.
যা অনুভূত হচ্ছে দেহে...
কিসে হবে তার উপমা;
সৃষ্টকর্তা হয়তঃহেসে বলিতেছেন-
পাপিষ্ঠ অবাধ্য সৃষ্টি নেই কোন ক্ষমা ।
.
ওহে প্রভু দয়াময় করুণানিধি,
সর্বময় বিরাজমান তুমি;
পাপিষ্ঠ মোরা স্বীকার করছি-
মার্জনা চাই গেয়ে প্রশস্তি ।
.
দিন শেষে সন্ধ্যা নামে-
উত্তাপের কোন হেরফের নেই;
চারিদিকে হা হুতাশ...
দাদু বলেন-বন্ধ রহিয়াছে বাতাস।
.
মিটি মিটি হেসে বলি,
শোকর করো বিধাতার
কিছু সময় বন্ধ থাকিলে বাতাস...
দাঁড়ানোর সামর্থ্য থাকিবে কার ?
.
কথার ছলে আড্ডার ফাঁকে
গুণকীর্তন চলে প্রজ্ঞাময়ের;
আচমকা হঠাত্ বিকট শব্দে-
বিজলী চমকায় পশ্চিমাকাশে !!
.
প্রবল বাতাসে মন হয় উদাস,
অবনত চিত্তে গেয়ে চলি প্রশস্তি;
আহা! কি শান্তি-
পড়ছে বিধাতার রহমতের মুষল ধারায় বৃষ্টি ।।
____________ \/___________
বিষয়: সাহিত্য
১২১১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওহে প্রভু দয়াময় করুণানিধি,
সর্বময় বিরাজমান তুমি;
পাপিষ্ঠ মোরা স্বীকার করছি-
মার্জনা চাই গেয়ে প্রশস্তি ।
ভাল লাগলো। ধন্যবাদ।
আহা! কি শান্তি-
পড়ছে বিধাতার রহমতের মুষল ধারায় বৃষ্টি ।।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন