স্বপ্নের ফেরিওয়ালী

লিখেছেন লিখেছেন জুবাইর জালালাবাদী ২৯ জানুয়ারি, ২০১৬, ০৩:৪২:২৭ দুপুর

তোমার জন্যই আজ যত অপেক্ষা।

যেভাবে আমি চাচ্ছি তোমায়,

তুমিও কি খুঁজে ফিরছ আমায়?

তোমার আমানত আমি রাখছি দেখে শুনে,

তুমিও পা ফেলো একটু সাবধানে।

চলনা আজ রাতে দুজনে একসাথে,

হাত তুলি দয়াময় প্রভুর শাহী দরবারে।

মোদের মিলন যেন হয় শত বাধা পেছনে ফেলে।

জানি হয়ত তখন মোদের জীবন কাটবে না হেসে খেলে।

তবুও দ্বীন যে আমার পুর্ণ হবে শুধু তোমায় পেলে।

বিষয়: সাহিত্য

১১১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357968
২৯ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:০৬
357970
২৯ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২২
বিবর্ন সন্ধা লিখেছেন :
সবাই যদি আমানতের বিষয়ে এমন সাবধান হতো ,
তাহলে জিবন হেসে খেলে ই বোধহয় কাটতো . Love Struck
358058
৩০ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
358069
৩০ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৫
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File