হে মুসলিম উম্মাহ, শিরক থেকে আপনি নিজে বাচুন ।এবং আপনি আপনার আহাল পরিবার গুলোকে বাচান । ........................................ রাশেদ বিন জাফর -

লিখেছেন লিখেছেন রাশেদ বিন জাফর ০৯ মে, ২০১৬, ০৯:১৯:২৩ সকাল

২য় পর্ব

((((((( বন্ধ কর বিদআতিদের ভন্ডামী ))))))

একদিন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী গাড়ীতে করে সিলেটের উদ্দেশে রওনা হলেন । তো সিলেটের কাছাকাছি জায়গায় গিয়ে হঠাৎ থামলেন ।

কারণ, রাস্তার মাঝখানে বহু মানুষের ভীর । তখন আল্লামা সাইদী ভির করা লোকজনকে জিঙ্গেস করলেন । ওখানে কি হচ্ছে , একজন উত্তর দিলেন যে ওখানে পীর সাব এসেছেন।

তিনি বললেন কই ,বলল - ওও ই যে ওখানে। তিনি বললেন ., কই আমি তো কোন পীর সাবকে দেখতে পাচ্ছি না । আপনি যাকে দেখাচ্ছেন সেতো লাংটা মানুষ । ওরা বলল ওনিইতো আমাদের পীর ।

সাইদী সাব বললেন , পীর সাব আবার লাংটা । ওরা বলল, আর লাংটা হলে কি হবে , ওনার ভিতরে জিনিস আছে্ ।

তখন আল্লামা সাইদী সাব আক্ষেপ করে বললেন ,

জিনিস যা আছে তাতো সব দেখিয়েই দিয়েছেন । কোন কিছু গোপন রাখেন নি আর



(উপরিক্ত কথা গুলো আমি তার একটি ওয়াজে শুনেছি ।)

এখন এখানে উক্ত কথা গুলো লেখার কারণ হচ্ছে , আমাদের ধামরাইতে (মানে আমাদের এলাকাতে) এক পাগলকে কেন্দ্র করে

ইসলামের নামে ভান্ডামি করে পুরু ধামরাই বাসীকে শীরকি গোনার ভিতরে নিমজ্জিত করতেছে্ ।

যিনি জিবিত থাকা অবস্থায় উলংগ হয়ে থাকত ।

এবং তার মৃতু বরণ করার পর তাকে একটি কবরস্থানে রাখা হল্।

কিছুদিন পর কবস্থানে কিছু ভন্ডরা আসল। এবং ধীরে ধীরে সে কবর স্থানকে বুচাই পাগলার মাজার নামে একটি মাজার বানিয়ে ফেলল।

যেখানে মানত , সেজদা সহ সব কিছুই চালাতে লাগল।

আর গ্রামের কিছু মোড়লরা পতক্ষ্য ভাবে এর সমর্থন করে থাকে্ ।

এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর একটি মেলা হয়ে থাকে।

যেখানে অংশ গ্রহণ করে থাকে ইসলাম না জানা সাধারণ লোক সহ জাহেলিয়াতের যুগের মত আধুনিক মানুষ।

আমি এক মহিলাকে মাজারে যাওয়ার জন্য নিষেধ করলে তিনি বলেন, তার ভেতরে জিনিস আছে। তা না হলে কি এত মানুষ তার কাছে যায় ।

আমি তখন মুছকি হাসলাম।

পরিশেষে,

আমাদেরকে শীরক বিষয়ে সাবধান হতে হবে। প্রয়োজনে সমস্থ আলেম উলামা এক হয়ে এর প্রতিরোধ ব্যাবস্থা গ্রহণ করতে হরে......................

বি:দ্র: লেখাটিতে অনেক জায়গায় বাক্য ও বানাম লেখায় ভুল হতে পারে । তাই ভুল হলে ধরিয়ে দিন।

আর লেখাটির ১ম পর্ব নিচের লিংকে পোষ্ট করা হয়েছ্।

http://kholafayrasedin.blogspot.com/2016/02/blog-post_29.html

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368474
০৯ মে ২০১৬ সকাল ০৯:২২
রাশেদ বিন জাফর লিখেছেন : লেখাটিতে অনেক জায়গায় বাক্য ও বানাম লেখায় ভুল হতে পারে । তাই ভুল হলে ধরিয়ে দিন।

আর লেখাটির ১ম পর্ব নিচের লিংকে পোষ্ট করা হয়েছ্।

http://kholafayrasedin.blogspot.com/2016/02/blog-post_29.htm
368579
১০ মে ২০১৬ রাত ০১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ চমৎকার লিখাটির জন্য। এই শিরক এর কেন্দ্র মাজারগুলি উচ্ছেদ প্রয়োজন।
১২ মে ২০১৬ সকাল ১১:১৯
306120
রাশেদ বিন জাফর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ - মুল্যবান কমেন্টি করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File