performance দেখা হয় বৎস position na

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৪ নভেম্বর, ২০১৫, ০৫:৪৫:১৫ বিকাল

কোনো এক ব্রাহ্মণ মৃত্যুর পর স্বর্গে পৌঁছোনোর লাইনে দারিয়ে আছেন, ওনার সামনে জীন্স টী শার্ট আর চোখে রোদ চশমা পরা একটি কম বয়সি ছেলে দারানো•••••

ব্রাহ্মণ মহাশয় কৌতুহল চেপে ধর্মরাজের অপেক্ষা করতে লাগলেন ৷

ধর্মরাজ: কে তুমি বাপু?

ছেলে: বাস ড্রাইভার ৷

ধর্মরাজ: এই নাও পিওর ঊলের শাল আর ভিতরে গিয়ে সোনার খাট টি নিয়ে নাও ৷

ধর্মরাজ ব্রাহ্মণ কে: কে তুমি?

ব্রাহ্মণ: আমি ব্রাহ্মণ, আর গত 45 বছর ধরে মানুষকে ভগবানের মহত্তের কথা শুনিয়েছি ৷

ধর্মরাজ: এই নাও সুতির চাদর আর ভেতরে গিয়ে, নারকেলের রসির খাট টা নিয়ে নাও ৷

ব্রাহ্মণ: প্রভু এটা কি ঠিক করলেন, ও rash ড্রাইভিং করে সোনার খাট পেল আর আমি সারা জীবন ভগবানের গুণ গেয়ে সুতির চাদর ৷

ধর্মরাজ: রেসাল্ট বৎস রেসাল্ট ৷

যখন তুমি ভক্তদের ভগবানের বাণী শোনাতে, তখন সব ভক্তরা ঘুমাতো ৷

আর যখন ওই ড্রাইভারটা RASH ড্রাইভিং করত, তখন সব যাত্রীরা সত্যি সত্যি মনে প্রাণে আমাকে স্মরন করত ৷

সব জায়গাতেই performance দেখা হয় বৎস position na.....

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348461
০৪ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সত্যিইতো দারুন গল্প...কিন্তু রাফ ড্রাইবিংকালে মানুষ ভগবানকে বিপতে পইরা ডাকত...সত্যিকার আন্তরিকতার সাথে ভগবানকে ডাকতো না, যদি ডাকে ভগবানের কাছে আরো মূল্যবান রত্নের খাট আছে তাই দিবে... অনেক ধন্যবাদ।
348467
০৪ নভেম্বর ২০১৫ রাত ০৮:০২
শেখের পোলা লিখেছেন : মোক্ষম যুক্তি বৎস!
348493
০৪ নভেম্বর ২০১৫ রাত ১১:১৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


চিন্তা-ভাবনা করার মত বটে!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
348501
০৪ নভেম্বর ২০১৫ রাত ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক্কবারে আওয়ামি ভগবান!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File