মুসলমান নয় নাস্তিক রাই সমাজে বিপর্যয়ের উচকানী দাতা।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:০৩:৫১ রাত

দু'একজন ব্লগ লেখক, আল্লাহকে নিয়ে বিদ্রোপাত্বক,ব্যঙ্গকরে লিখে বিপর্যয় সৃষ্টির উচকানী দেয়। সে ব্যাপারে তাদের বিশ্বাস, কর্মফল তারাই পাবে।তারা হয়তো আল্লাহকে বিশ্বাস না করে নাস্তিক্যবাদী হতে পারে। কিন্তু যারা বিভিন্ন ধর্মের বিশ্বাসী তারা তো কোন না কোন ভাবে আল্লাহ বা সৃষ্টি কর্তাকে বিশ্বাসকরে মানার চেষ্টা করে।এখন যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের অন্তরে আঘাত দিয়ে যে বৈরীতার বিষ ছড়াচ্ছে এতে যে প্রতিহিংসার সৃষ্টি হচ্ছে তার দিকে কারও খেয়াল নাই।ওদের আল্লাহর ক্ষমতা সম্পর্কে কোন জ্ঞান থাকুক বা থাকুক, মানুক বা মানুক এতে আল্লাহরকিছুই আসে যায় না। পাকরাও তো হবেই একদিন।আল্লাহ মানুষ সৃষ্টি করে তাদের শান্তির পথ ইসলামকে জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। যারা তা মানেনা তারাই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি কারী স্বয়ং আল্লাহর বিরোদ্ধে যুদ্ধঘোষনা কারী।কিন্তু ওরা যতই দাপট দেখাক তাদের কি ক্ষমতা আছে?এক দিন না এক দিন ধরা পরতেই হবে।সুতরাং নিজে বিশ্বাস না করলেও অন্যের বিশ্বাসে আঘাত হেনে বিপর্যয় সৃষ্টি থেকে বিরত থাকাই বুদ্ধিমানের পরিচয়, যদি নিজেদেরকে বুদ্ধিমান বলে মনেই করে থাক।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354303
১৬ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৩
অনেক পথ বাকি লিখেছেন : কথা সত্য..
354553
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File