টুডে ব্লগের দাম কত!

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৫ নভেম্বর, ২০১৫, ০২:৩৫:৩১ দুপুর



টুডে ব্লগ আপনাদের অনেক প্রিয় একটি প্লাটফর্ম লেখালেখি ও কমেন্টস করার জন্য। এই ব্লগ আমার ও ভালো লাগে কেননা আমার পীরসাহেবের ব্লগটি পছন্দের একটি স্থান দখল করেছে, কেননা এখানে মুসলিম ভাই-বোনরা সঠিক তথ্যকে গ্রহন করে। এক্সেপশন কিছু ব্লগার ব্যাতিত।

আমার পীরসাহেব জানতে চান ”টুডে ব্লগের দাম কত!”

ভয় পাবেন না, এর মানে এই নয় আপনার লেখালেখি বন্ধ! আপনি আগের মতই লিখবেন। কোন সমস্যা হলে পীরসাহেব আপনাদের উদ্ধা করবেন।

টুডে ব্লগের দাম কত! এটা জানার আগে একটি গল্প শুনুন তা নাহলে মজা পাবেন না।

হংকং এ এক খৃষ্টান বাস করত। সে খৃষ্টান হলে কি হবে! প্রচার ইসলাম বিদ্দেষী। সব সময় ফাক ফোকর খোজে কিভাবে ইসলামকে হেয় করা যায়।

ভাগ্য ক্রমে তার এক মুসলিমের সাথে দেখা হয়। সেই মুসলিম হচ্ছেন তার পাশের ফ্লাটের। ‍মুসলিম একজন আলেমও বটে তাই এই খৃষ্টানের প্রশ্নত্তর দিতে এত বেশি কষ্ট করতে হয় না।

একদিন খৃষ্টান কোরআনের একটি আয়াত পড়লো সেই আয়াতটি হচ্ছে:

وَلَقَدْ جِئْنَاهُم بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَى عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি, যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি। তা হিদায়াত ও রহমতস্বরূপ এমন জাতির জন্য, যারা ঈমান রাখে। (আ’রাফ-৫২)

খৃষ্টান ঐ মুসলিমকে ধরবে বলে সে এই আয়াতটি পেয়ে বড়ই খুশি হয়ে গেল। রাজার মতো হাটতে হাটতে চলে গেল আলেমের বাসায়। গিয়ে দরজায় নক করল।

আলেম সাহেব ভিতর থেকে দরজা খুললেন। আর তাকে স্বাগতম জানালেন। ভিতরে এসে সে বসলো।

খৃষ্টান জিজ্ঞাসা করলো: আমার একটা প্রশ্ন আছে এর উত্তর দিতে হবে।

আলেম সাহেব বললো: কি প্রশ্ন! আপনার তো প্রশ্নর শেষ নেই?

খৃষ্টান আলেম সাহেবকে বলল, আপনি তো কোরআনের সব কিছু বিশ্বাস করেন! তাই নয় কি?

আলেম সাহেব জোরে উত্তর দিলেন: হ্যাঁ অবশ্যই সকল কিছু এমনকি জের জবর পেশ সব বিশ্বাস করি।

খৃষ্টান তখন আলেম সাহেব কে বলল: আপনি সত্যি বলছেন তো? চিন্তা করে বলুন কেননা এর উপর আমার প্রশ্ন? হবে।

আলেম সাহেব বললেন : হ্যাঁ আমি সত্যি বলছি। আপনি প্রশ্ন করুন।

খৃষ্টান আলেম সাহেবকে কোরআনে উপরক্ত আয়াত দেখালেন। ও বললেন, এখানে আল্লাহ বলেছেন, তিনি কোরআনে সবকিছু বর্ননা করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার হাতের এই মোবাইলটির দাম কত ও এর ওজন কত তা আমাকে কোরআনের আয়াত দারা বলে দিন।

আলেম সাহেব ভাবলেন এ কি প্রশ্ন! একটু চিন্তা করে বললেন, আপনার ফোনটি আমাকে দিন।

খৃষ্টান ফোনটি দিল। আলেম সাহেব ওর ব্যাক কাভারে কোম্পানির একটি নাম্বার পেলেন।

নাম্বারটিতে আলেম সাহেব ফোন দিলেন।

ওপাশথেকে কোম্পানির রিপ্রেজেনটেটিভ উত্তর দিলেন।

আলেম সাহেব জিজ্ঞাসা করলেন:

ফোনটির দাম কত? আর এর ওজন কত?

উত্তর আসল: দাম ১০,০০০ হংকং ডলার ও ওজন ৭ গ্রাম।

আলেম সাহেব বললেন: তোমার মোবাইলের দাম ১০,০০০ হংকং ডলার ও ওজন ৭ গ্রাম। এখন খুশি!

খৃষ্টান জিজ্ঞাসা করলো: আমি তো কোরাআনের আয়াত দিয়ে বের করতে বলেছি?

আলেম সাহেব মুচকি হেসে বললেন: আমি কোরাআন থেকেই বের করেছি। আপনি কি এই আয়াতটি পড়েন নাই?

فَاسْأَلُواْ أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لاَ تَعْلَمُونَ অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস কর।(২১/৭)

আমি কোরআনের আয়াতের অনুসরণ করেই জ্ঞানিকেই জিজ্ঞাসা করেছি।

খৃষ্টান বেচার একদম বরফ মুর্তি হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল নেক্সট প্রশ্ন বের করার জন্য।

যাক--------অনেক গল্প হল। এবার আপনারাই বলুন “টুডে ব্লগের দাম কত!”


আমার পীর সাহেব এটি কিনতে চায়। কেনার পর নাস্তিক গুলোকে ঝাড়ু পিটা দিতে চান। আপনারা হেল্প করুন।

বিষয়: বিবিধ

১৬৬৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349792
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২০
290318
জ্ঞানের কথা লিখেছেন : মুরিদ সাহেব ভালো লাগলো।
349801
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
সুশীল লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ ভালো লাগলো
349807
১৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২০
নাবিক লিখেছেন : আফনার পীরসাহেপ কে আমার পীরছাহেবের নিকট পাঠিয়ে দ্যান, আমার পীর সব জানে।
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২১
290319
জ্ঞানের কথা লিখেছেন : এর মানে আপনার পীর ভুয়া। কেননা পীর সব জানেন না। তবে সিনায় সিরায় ব্যাতিত।
349818
১৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


দুঃখিত! আপনার রসাত্মক ব্যঙ্গখানা অনুধাবনের মত পর্যাপ্ত সময় টুডেব্লগ কর্তৃপক্ষের হাতে নাই!!
আগামী ১৯১৪ সনের আগে যোগাযোগ করতে পারেন!!
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২২
290320
জ্ঞানের কথা লিখেছেন : দামটি যানলে বলুন। আমার পীরসাহেব অধির আগ্রহে আছেন। অনেক মুরিদ বাড়ানো যাবে।
349820
১৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৫
আফরা লিখেছেন : ঠিক এই গল্পটা আমি শুনেছি তবে একটু অন্য রকম ভাবে ।আপনাকে ধন্যবাদ ।
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৪
290321
জ্ঞানের কথা লিখেছেন : জ্ঞানের কথা শুনতেই পারেন! আপাতত আমার মুরীদনি হয়ে থাকুন পরবর্তিতে সরাসরি আমার পীরের সাথে লিংক করা হবে। দোলমা দেখিয়ে লাভ নাই।।
349839
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : হুজুরে আলা, আপনার পীর সাহেবকে বলবেন, নাস্তিক আছে বলেই আস্তিকের কদর আছে৷ রোগ বালাই বলে কিছু নাথাকলে কি কেউ ডাক্তারী পড়ত? রোগ আছে আর রোগীকে সুস্থ করে তোলার জন্যই ডাক্তারও আছে৷ স্বয়ং আল্লাহ আদম আঃ এর সাথেই ইবলীশকেও এ্যপয়েন্টমেন্ট দিয়েছিলেন৷ আমার পীর সাহেব এমনই বলেন৷ধন্যবাদ৷
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৬
290322
জ্ঞানের কথা লিখেছেন : ইয়া উস্তাদে জামান পীরে উত্তর কুতুবে বাংলা, যে নাস্তিক সুধরাবে তাকে মাফ করা হবে। অবুঝদের শায়েস্তা করা হোক এটা আপনি চান না?
১৬ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৪
290432
শেখের পোলা লিখেছেন : অবুঝরাও সুধরাতে পারে৷ পাহাড়ের ফেরেশ্তা তায়েফ বাসী অবুঝদের পিষে দেবার অনুমতি চেয়েছিলেন,আমার পীর দেননাই, বলেছিলেন,এরা না বুঝলেও এদের আগামী প্রজন্ম বুঝতেও পারে৷ আর কাউকে শাস্তি দেবার অধিকার রাষ্ট্রের আর আল্লাহর, আমার নয় হুজুরে আলা৷
349890
১৬ নভেম্বর ২০১৫ রাত ০৩:৪৪
রক্তলাল লিখেছেন : এই ব্লগ কিনলেই নাস্তিক শায়েস্তা হবে?

১৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৩
290366
জ্ঞানের কথা লিখেছেন : আপনার সাজেশানস কি?
১৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৩৯
290368
রক্তলাল লিখেছেন : জ্ঞানে, চরিত্রে নাস্তিকদের চেয়ে বেশী উৎকর্ষতা অর্জন করা। সাহায্য করার শক্তি অর্জন করে খোলা মন নিয়ে সব মানুষকে সাহায্য করা।

নাস্তিকতা একটা প্রকৃতি বিরুদ্ধ মানসিক বিকলাঙ্গতা। এ'টা হয়ত আল্লাহর পরীক্ষা আপনার জন্য। তার বান্দা বুদ্ধি ও চিন্তায় নাস্তিকতার ধ্যান ধারণা থেকে কত উন্নত শিখরে যেতে পারে।



১৬ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০৩
290386
জ্ঞানের কথা লিখেছেন : ভালো সাজেশনস গ্রহন করার মত।
349893
১৬ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫১
কাহাফ লিখেছেন : মুরিদদের বেশী মাথা ঘামাতে নেই! পীরের হাতে বায়াত নিলেই সর্ব সমস্যার সমাধান!
তো,দাম জিগায়া পীরে ঝামেলায় ফেলেন ক্যারে?
তবে, 'জানা'র প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি করবে সুন্দর শিক্ষণীয় ঘটনা!
ধন্যবাদ!!
১৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৪
290367
জ্ঞানের কথা লিখেছেন : আমি সিলসিলা পেয়েছি আমার পীরসাহেবের কাছে। সিনায় সিনায় মারেফতি জ্ঞান। চারটেখানি কথা!
নিজেই পীর হতে চাচ্ছি আমার মুরীদ হয়ে যান।
349909
১৬ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩১
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনার পীর সাহেব কে ??

নাস্তিক থাকা ভাল । ওরা না থাকলে আপনি এখানে লিখতেন না । সেদিন মুক্তমনা ব্লগে এক নাস্তিকের আল্লাহ এবং কুরআন নিয়ে অনেক প্রশ্ন দেখলাম । তখন ডা জাকির নায়েকের কথা মনে হল তিনি বলেন "যারা বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না , নাস্তিক হয় তারা বিজ্ঞানের ২ পৃষ্ঠা পড়ে"

আর আমরা যারা নিজেদের কে খুব ইসলামী পন্ডিত মনে করি আমাদের জ্ঞানের পরিধীও খুব কম..........
১৬ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
290391
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীর হচ্ছেন সকল পীরদের পীর, সবার উপরের পীর, সবার চেয়ে শ্রেষ্ট পীর যার নাম শুনলে আপনি দরুন পরেন।

নাস্তিক গুল যদি এমন হত যে তারা নিজেরা নাস্তিক ব্যাস! তাহলে কোন কথাই নেই। কিন্তু এরাত শুধু ইসলামের কুৎসা গাইতে ব্যাস্ত। এজন্য এদেরকে ধরা যুক্তিযুক্ত।

হ্যাঁ আমাদের মুসলিমদের (বর্তমানের) অনেকেই মডারেট মুসলিম এজন্য বিরাট সমস্যা।
১০
350131
১৮ নভেম্বর ২০১৫ রাত ০২:৪৩
বৃত্তের বাইরে লিখেছেন : বেচা বিক্রি নির্ভর করছে আপনার পীর সাহেব মোহরানা কত নির্ধারণ করছেন তার উপর। আশা করি টুডে কর্তৃপক্ষ শুভকাজে বিলম্ব না করে সকল ব্লগারকে কটকটি খাওয়ার ব্যবস্থা করবেন। Happy
১৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
290647
জ্ঞানের কথা লিখেছেন : মোহরানা যা চাবে সেটাই দেয়া হবে। একটুও বিলম্ব করা হবে না। নগদ প্রদান করা হবে।

বলুন মোহরানা কত দিতে হবে?
১৮ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৭
290715
বৃত্তের বাইরে লিখেছেন : মোহরানা হিসেবে পীরসাহেব ব্লগে বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করে দিতে পারেন। এতে নিজেরও অ্যাডভারটাইজিং হল মুরিদও বাড়লো। ব্লগারদের দীর্ঘদিনের দাবি দাওয়াগুলো পূরণ করা। তার মধ্যে ব্লগারদের পুরাতন মন্তব্যগুলো সম্ভব হলে ফিরিয়ে দেয়া, ব্লগের সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর একটা ব্যানার দেয়া, বারবার ব্লগ কেন বন্ধ হয় (রাজনৈতিক না টেকনিক্যাল)তার কারন খুঁজে বের করে সমাধান করা যেন আসছে নতুন বছরে টুডে ব্লগ বাঁধাহীন লেখার অঙ্গীকার নিয়ে সাহসের সাথে দাঁড়াতে পারে। কি এবার বলেন পীরসাহেব রাজি কিনা!Happy
১৮ নভেম্বর ২০১৫ রাত ১১:০৮
290716
জ্ঞানের কথা লিখেছেন : রাজী আছেন আমার পীরসাহেব। আপনি মদ্ধ্যস্ততা করুন।
২১ নভেম্বর ২০১৫ রাত ০৩:৩৫
291011
বৃত্তের বাইরে লিখেছেন : ্বলেন কি! এত তাড়াতাড়ি মেনে নিয়েছেন! Give Up যাক ভাল লাগলো। আমি তো মন্তব্যের মাধ্যমে মধ্যস্ততা করেই দিলাম। বাকী কাজ মডুদের।
১১
350373
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হাহা! আজিব পীর সাহেব।
২০ নভেম্বর ২০১৫ রাত ১২:১৪
290908
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীর নিয়ে হাসা হাসি করবেন না। সমস্যা হতে পারে।
১২
351062
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
এটোম বোম লিখেছেন : মাঝে মাঝে মনে হয় এই সব ইতিহাস সৃস্টিকারী পীর এবং তাদের মুরিদদের একটা মেরেই দি ! কিন্তু কিছু প্রিয় ব্লগারের জন্য হচ্ছেনা কারন এর তেজস্ক্রিয়তায় তারাও ধুকে ধুকে পতিত হবে।
২৩ নভেম্বর ২০১৫ রাত ১০:২২
291432
জ্ঞানের কথা লিখেছেন : গুরু গম্ভির কথার মোজেজা বুঝলাম না? খুলে প্রকাশ করুন! আমার পীরের কি দোষ?
১৩
352519
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৯
নেহায়েৎ লিখেছেন : এই দুই সাধুবাবা বলতে পারেন হয়তো। আপনি তাদের কাছেই জিজ্ঞেস করুন মুরিদ ভাই। নিচে লিংক দিলাম।

http://www.bdfirst.net/newsdetail/detail/31/173571
১০ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৩০
293427
জ্ঞানের কথা লিখেছেন : ওরা ভন্ড পীর আমার হক্কানী।
১৪
353962
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File