কলংকিত ইতিহাস-১

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ০৬ এপ্রিল, ২০১৬, ০৬:১১:৩২ সন্ধ্যা



প্রিয় আগ্রাসন বিরোধী ভাই ও বন্ধুরা,

আমি আপনাদের আ.লীর ইতিহাস শোনাতে চাই।

অবশ্য আপনারা আমার চেয়ে কম জানেন না তার ইতিহাস।

তবুও বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া কথাগুলোকে আবার একটু মনে করিয়ে দিতে চাই।

আ.লীর ইতিহাস -

-ভারতের পক্ষে নির্লজ্জ দালালীর ইতিহাস

-দেশকে ভারতের হাতে তুলে দেয়ার হীন অপচেষ্টার ইতিহাস

-মীরজাফরী, চক্রান্ত ও ষড়যন্ত্রের ইতিহাস

--খুন, গুম, হত্যা, অপহরণ ও ধর্ষনের ইতিহাস

-গণতন্ত্রকে গলা টিপে হত্যার ইতিহাস

-গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করার ইতিহাস

-বাকশালের নাম রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইতিহাস

-সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেয়ার ইতিহাস

-মানবাধিকার লঙ্ঘন, ভিন্নমত দলনের ইতিহাস

-বিচারবিভাগকে কুক্ষিগত করার ইতিহাস

-বিচারপতিদের বিরুদ্ধে লাঠি মিছিলের ইতিহাস

-খুনী সন্ত্রাসীকে বিচারপতি বানানোর ইতিহাস

-সংসদে ডেপুটি স্পীকার হত্যার ইতিহাস

-সংসদে স্পীকারকে জুতা দেখানোর ইতিহাস

-পেশীশক্তি ও সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে পর্যুদস্ত করার ইতিহাস।

-স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়ার ইতিহাস

-ইসলামের বিরুদ্ধে নাস্তিক-মুরতাদ প্রশ্রয় দেয়ার ইতিহাস

-সাম্প্রদায়িকতার নামে নিজ দল থেকে ‘মুসলিম’ শব্দ মুছে ফেলার ইতিহাস।

-ব্রাহ্মণ্যবাদ তোষণ করার ইতিহাস

-গঙ্গাজলে জলাঞ্জলি দেয়ার ইতিহাস

-উন্নয়ন-উৎপাদনের বিরুদ্ধে ধ্বংসা্ত্মক কর্মকান্ড পরিচালনার ইতিহাস

-৭৪’এর দুর্ভিক্ষের ইতিহাস



-ত্রাণ চুরি, কম্বল চুরির ইতিহাস

-হরতাল-নৈরাজ্য আহ্বানের রেকর্ড তৈরী করার ইতিহাস।

-লাশের রাজনীতি উপহার দেয়ার ইতিহাস

-একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে-ঘোষণার ইতিহাস

-ফ্যাসিবাদী অপশাসনের ইতিহাস

-নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার ইতিহাস।

-মিথ্যার বেসাতি ও বর্বরতার ইতিহাস।

-স্মাগলিং করে কালো টাকার মালিক বনার ইতিহাস

-শেয়ার বাজার লুটেপুটে খেয়ে ৩৩ লক্ষ বনি আদমকে নিঃস্ব করার ইতিহাস।



-অপরের কৃতিত্ব কেড়ে নিজের বলে হাইজ্যাক করার ইতিহাস।

-দানবীয় অত্যাচার, জুলুম নির্যাতনের ইতিহাস

-গুন্ডা-বদমাইসি মাস্তানির ইতিহাস

-ব্যাংক ডাকাতি লুটতরাজের ইতিহাস

-লগি-বৈঠার তান্ডবের ইতিহাস

-সেনাবাহিনীকে ক্ষমতা দখলের উস্কানি দেয়ার ইতিহাস

-মুসলিম ইতিহাস ঐতিহ্য ধ্বংস করার ইতিহাস

-টুপি-দাঁড়িওয়ালাদের বিদ্বেষ পোষণ করার ইতিহাস

-দেশব্যাপী গডফাদার লালনের ইতিহাস

-লাশ টুকরো টুকরো করে বস্তা ভরে নদীতে ফেলার ইতিহাস

-পার্বত্য শান্তি চুক্তির নামে দেশের এক-দশমাংশ ভূমি সন্তু লারমা বাহিনীর হাতে তুলে দেয়ার ইতিহাস

-প্রতিপক্ষ রাজনৈতিক দলের জনসভা বানচাল করার ইতিহাস

-দেশদ্রোহী ‘ঘাদানিক’ তৈরীর ইতিহাস

-কুখ্যাত ওয়ান-ইলেভেন সৃষ্টির ইতিহাস

-হিন্দুস্তানের সাথে ২৫ বছরের গোলামী চুক্তির ইতিহাস

-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মানিকের’ ধষর্নের ইতিহাস

-ইডেন-বদরুন নেসা-আনন্দমোহন কলেজে পাশবিকতার ইতিহাস

-৫ জানুয়ারী দুই হাজার চৌদ্দতে গণতন্ত্র হত্যার ইতিহাস।

-বাংলাদেশ ব্যাংকে রির্জাভ চুরি করার ইতিহাস



=======

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364832
০৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে হায়েনার দল পতি হাসিনার সকল অপকর্ম পুনঃপুনঃ প্রকাশ করি এবং দুর্বার আন্দলনের দানা বেধে জনতাকে একত্রিত করে বঙ্গপসাগরে নিক্ষেপ করতে পারি
ধন্যবাদ
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৫
303027
বার্তা কেন্দ্র লিখেছেন : Good Luck Good Luck Good Luck
364838
০৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : এক কথায় চেতনার বহিঃপ্রকাশ/আম জনতার গলায় ফাঁস৷
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৫
303028
বার্তা কেন্দ্র লিখেছেন : একদম ঠিক।ধন্যবাদ।
364848
০৬ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ইতিহাস এখন দু'ভাগ হয়ে গেছে-
এক ভাগে "ইতি" অর্থাৎ সত্যটার সমাপ্তি
অপর ভাগে "হাস"- চন্দ্রবিন্দু মাথায় নিয়ে (হাঁস) জলকেলিতে ব্যস্ত
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৫
303029
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।
365193
১০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই এগুলো দেখতে দেখতে এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে
১০ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৬
303030
বার্তা কেন্দ্র লিখেছেন : গা সওয়া হয়ে গেছে। রাইট। ধন্যবাদ।
365329
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪২
হতভাগা লিখেছেন : এতদ সত্ত্বেও কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জনগন আওয়ামী লীগকেই পছন্দ করে
০৯ মে ২০১৬ বিকাল ০৫:৫৭
305849
বার্তা কেন্দ্র লিখেছেন : ডান্ডা তন্ত্র!
১১ মে ২০১৬ সকাল ০৯:০৬
306003
হতভাগা লিখেছেন : চলছে , চলবে ...
365533
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইতিহাসময় আওয়ামীলীগ!
০৯ মে ২০১৬ বিকাল ০৫:৫৬
305848
বার্তা কেন্দ্র লিখেছেন : ইয়েস বস!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File