___ ভালোবাসার প্রথম প্রহর___

লিখেছেন লিখেছেন নিল রুদ্র ২৮ জুন, ২০১৫, ০৭:০৪:৩৯ সন্ধ্যা

পার্কের এক কোনের

বেঞ্চিতে বসে

আছে অবন্তী আর

অভ্র। দুজনেই চুপচাপ,

কারো মুখে কোন কথা

নেই। কিছুক্ষণ

বাদে নিরবতা কাটে

অবন্তীর কাশির

শব্দে..

-- হুহুহ! (অবন্তী)

-- হুম। (অভ্র)

-- কিছু ভাবছিস?

-- না।

-- আমি তোকে সেদিন

যা বললাম তা

নিয়ে কিছু ভাবছিস ?

-- হুম।

-- কি ভাবালি ?

(উৎসাহ নিয়ে)

-- এটা সম্ভব না।

-- কেন সম্ভব না?

আমার সমস্যা টা

কোথায়? (আশাহত

স্বরে)

-- আসলে তুই আমার

সম্পুর্ণ বিপরীত।

আমার

যা পছন্দ তোর তা

অপছন্দ। তোর সাথে

আমার হয়না।

-- হুহ! (কান্নার ইমো

হবে)

-- তুই বই পড়তে পছন্দ

করিস?

-- না। কিন্তু তুই বললে

আমি বই পড়া শুরু

করবো। (কান্না

অবিরত)

-- তুই কি নিয়মিত

কলেজ যাস?

-- না। কিন্তু তুই বললে

আমি এখন থেকে

নিয়মিত কলেজ যাবো।

(কান্না)

-- তুই ঘুরে বেড়াতে

পছন্দ করিস কিন্তু

আমি করিনা।

-- ওকে, তুই বললে

আমি ঘুরে বেড়ানো

কমিয়ে দিব।

-- তুই আঁকাশে উড়তে

পারিস?

-- না। তুই পারিস?

-- না। পাগল আমার কি

ডানা আছে

নাকি ?

-- তাহলে?

-- তুই সাজতে পছন্দ

করিস কিন্তু আমি

এটা

পছন্দ করিনা।

-- তুই বললে আমি কম

সাজবো।

-- তুই সাতার জানিস?

-- না।

-- তুই গোধূলি বিকেলে

নদীর ধারে বসে

সূর্যাস্ত দেখতে

পছন্দ করিস?

-- হুম করি।

-- তুই স্নিগ্ধ সকালে

সিক্ত শিশিরে

হাটতে পছন্দ করিস

না।

-- কখনো হাটিনি।

-- তুই তো তোর বাবা-

মায়ের সাথে

ভালো ব্যাবহার

করিস?

-- না। তুই বললে আজ

থেকে উনাদের

সাথে ভালো ব্যাবহার

করবো।

-- তুই কি আমাকে

ভালোবাসিস?

-- না। তুই বললে আজ

থেকে.....

-- কিহ !!! তুই আমাকে

ভালোবাসিস

না? ?

-- বাসি তো। অনেক

ভালোবাসি।

-- তাহলে বললি যে

বাসিস না।

-- ভুলে বলছি।

-- তাহলে কি আমাকেও

একদিন ভুলে

যাবি তুই?

-- জীবন থাকতে

পারবো না।

-- সত্যি বলছিস?

-- সত্যি! সত্যি!

সত্যি!

-- ভালোবাসি..

-- কাকে?

-- আমার পাশে যে বসে

আছে তাকে।

-- সত্যি !! (খুশির ইমো

হবে)

-- হুম। সত্য! সত্যি!

সত্যি!

-- আই লাভ ইউ অভ্র।

-- আমিও লাভ ইউ টু

অবন্তী। তোর হাতটা

ধরবো?

-- আমি কি বারণ

করছি?

অতঃপর অবন্তীর

হাতটি ধরে অভ্র।

-- কখনো হাতটি ছেড়ে

দিবি নাতো?

-- না রে পাগলী।

-- ভালোবাসি..

-- কাকে?

-- আমার পাশের গাধা

টা কে।

-- কিন্তু আমি বাসি

না।

--কিহহহ!! (কিল ঘুষি

শুরু)

-- আরে বাসি তো।

-- আমিও।

অতঃপর দুজনেই

আলিঙ্গনাবদ্ধ হয় ।

আর

এভাবেই শুরু হয়

অবন্তী আর অভ্রের

ভালোবাসার প্রথম

প্রহর।

.

.

.

বিষয়: সাহিত্য

১১০৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327846
২৮ জুন ২০১৫ রাত ০৮:৪০
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : দারুন লাগলো
327896
২৯ জুন ২০১৫ রাত ০৩:৫৬
নিল রুদ্র লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File