"ম তে মতিয়া,তুই রেজাকার তুই রেজাকার"

লিখেছেন লিখেছেন এম-এম-রহমান ১৩ এপ্রিল, ২০১৮, ১২:২৬:১০ রাত

"যদি কোটা সংস্কার আন্দোলনে তোরা কেউ যাছ,তবে পুলিশ দিয়ে তোদেরকে ধর্ষণ করাবো।"

কথাটি আমার নয়!

কথাটি হলো, কোটা সংস্কার আন্দোলনরত ছাত্রীদের হুমকি দিয়ে বলা ঢাবির কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার! (বর্তমান ছাত্রলীগ থেকে বহিষ্কৃত)

ঢাবিতে এশাকে জুতার মালা পরানোর ভিডিও টা ইতিমধ্যে সকলেই দেখছেন, ভিডিও টি দেখার সময় কার কি উপলব্ধি হয়েছে জানিনা,কিন্তু আমার অন্তরাত্মা কেপে উঠেছে!

কোটাসংস্কার আন্দোলনকারী একছাত্রীর পায়ের রগ কাটার অপরাধে এশা নামের মেয়েটাকে যখন জুতার মালা গলায় পরাচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীরা, ততখনাৎ মেয়েটা "ও ভাইয়া, ও ভাইয়া" বলে আত্মচিৎকার করে উঠে, সত্যিই ঐ ক্ষণিকের জন্য হলেও মেয়েটির করুণ ছাউনির দিকে থাকিয়ে তার জন্য করুণা জন্মেছিল আমার অপবিত্র আত্মায়!

দেশের সর্ববৃহঃ বিদ্যাপীঠের একজন মেয়ের এই পাওনায় অতি একজন সামান্য স্টুডেন্টস হিসেবে আমি লজ্জিত, জানিনা সেই লজ্জাটুকু এশার মনে জন্মেছে কিনা(?!)

কিন্তু আমি ভুলে যাইনি ভিন্নমতাদর্শের কিংবা সাধারণ ছাত্রীদের উপর ইশা ক্ষমতাবলে দীর্ঘদিন থেকে যে অত্যাচার,নির্যাতন, ফিজিক্যালি ও মেন্টেলি হেরেজম্যান করতো, সে কথা।

ইতিমধ্যে প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় উঠে এসেছে ইশা নামের মেয়েটার দীর্ঘ দিনের কুকর্মের কথা।

পাপের ফলানো কূফলের কিছুটা পেয়েছে মাতিয়া কিংবা এশা।

কিন্তু মূল কথা হলো, এর চেয়ে বড় পাপী, বড় সন্ত্রাসী, বড় সৈরাচার , যারা মানুষকে দেখা মাত্রই গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, তাদের অদূর ভবিষ্যৎ নিয়ে ভাবনার সময় এসেছে মনে হয়!

সময় এসেছে নিজেদের কৃতকর্ম নিয়ে নূন্যতম আত্ম উপলব্ধি করার।

অবশেষে,

"মতিয়ার গালে গালে,জুতা মারো তালে তালে"

"ম তে মতিয়া,তুই রেজাকার তুই রেজাকার"

এগুলো কোনো জামাত-শিবিরের দেওয়া স্লোগান নয়, এই স্লোগান দিয়েছে দেশের শীর্ষ বিদ্যাপীঠ গুলোর মেধাবী ছাত্র-ছাত্রী বৃন্দ।

সুতরাং,

সময় থাকতে পিউর হোন,সাপোর্ট দিবে জনগণ।

বিষয়: বিবিধ

৭৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File