হায়রে জাতি ... কেনযে তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারিশ ? সাংবাদিক, লেখক, কলামিস্ট, কবি ও সাহিত্যিকদের জাতি গঠনে যত্নবান হবার উদাত্ত আহবান

লিখেছেন লিখেছেন শান্তির ফেরীওয়ালা ০৬ জুলাই, ২০১৫, ০৩:৪৭:০৪ দুপুর







সম্মানিত

সাংবাদিক/ লেখক / কলামিস্ট/ কবি/ সাহিত্যিক

"আসসালামু আলাইকুম" আশা করি ভালো আছেন,

সুজলা সুফলা মনোহরি আমাদের এই বাংলাদেশ । কতইনা সুন্দর এই দেশের প্রকৃতি ও মাটি । সেই সাথে মানুষগুলো যারা একটি দেশের জন্য ৩০ লক্ষ তাজা প্রাণ বিসর্জন দিয়েছে । এই দেশের মানুষে মানুষে এতো ভালবাসা এতো সামাজিক বন্ধন পৃথিবীর আর কোথাও পাওয়া যাবেনা । আসলেই এই দেশে জন্ম না নিলে বুঝতেই পারতাম না যে সুন্দরের পার্থক্য । সেই তো আমার বাংলাদেশ । ডান হাতে বুক চাপরে গর্বে বলতে ইচ্ছে করে এটা আমার বাংলাদেশ আর কারো না । এই দেহে জীবন থাকতে, একবিন্দু রক্ত অবশিষ্ট থাকতে এই দেশের সমাজ প্রকৃতি, মাটি ও মানুষের উপর কনো রকমের অশুভ শক্তির ছায়া পড়তে দেবো না । এটাই প্রত্যেক সাংবাদিক, লেখক, কলামিস্ট, কবি-সাহিত্যিক, বুদ্ধিজিবী সহ সমাজের সকল স্তরের মানুষের ।

আমার চিন্তায় সমাজের চার স্তরের মানুষকে অন্তত নিজের পেশাকে পেশা হিসেবে নয় সেবা হিসেবে নিতে হবে । কল্যাণের জন্য, প্রকৃত সত্যের জন্য, সুন্দর জাতি গঠনের জন্য নিজেকে বিলিয়ে দিতে হয় সবার মাঝে । তাদের কাজের মূলমন্ত্র হয়া উচিৎ ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ । তারা হলেন ১। শিক্ষক ২। সাংবাদিক ৩। রাজনৈতিক ব্যাক্তিত্ত ৪। সামরিক বাহিনী/নিরাপত্তা বাহিনী । আমার কথা শুনলে অনেকেই এখন বলে হুজুর হইয়া গেছে । যান বেশি জ্ঞান দিয়েন না । আমারে একা এগুলো বইলেন না । পারলে সবাইরে কন । তখন নিজেই মনে মনে চিন্তা করি, "হায়রে জাতি নিজেই নিজের পায়ে কুড়াল মারিশ" । দুঃখের বিষয় হল এই সে আমাদের স্থান থেকে আমরা কেউই ঠিক নেই । আমি শুধু সাংবাদিদের কথাই বলি । আমরা সাংবাদিকরাতো চিন্তাই করি বৈধভাবে সাংবাদিকতা করলেতো পেট চলারতো দুরের কথা নিজেই পৃথিবীতে থাকবোনা । এর চেয়ে ভালো ভাই পেটও চালাই নিজেও বাচি ।"নিজে বাচলে বাপের নাম "। মাঝে মাঝে দুই তিনটা ক্ষেপ মারলেই সারা মাস চইলা যাইবো । নিশ্চয়ই বুঝতে পেরেছেন ক্ষেপ জিনিষটা কি? ১। পুলিশের সাথে আতাত করে দুর্নীতির কমিশন ২। অপরাধীকে বাচানোর শর্তে আর্থিক ডিল ৩। নিরপরাধ ব্যাক্তিকে ফাঁসিয়ে এবং আর্থিক ব্লাকমেইল করা । এসব সাংবাদিকদের নিত্য ব্যাপার । প্রকৃত সত্যটাতো বলাই যাবেনা । আর নিজের আদর্শিক ধারার নিউজকে প্রাধান্য আর বিপরীত আদর্শের বিরুদ্ধে একচেটিয়া অপপ্রচার । কনভেন্স না দিলেতো নিউজের বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন? নিউজতো হবেই না । এই হল হলুদ সাংবাদিকতা । অথচ আমাদের সাংবাদিকদের হওয়া উচিৎ এই ক্ষেত্রে উলটো চিত্র । আমাদের এই আচরনে দেশ, সমাজ, জাতি ক্ষতিগ্রস্ত । এখন না হলে আমরা এর ফল বুঝতে পারছিনা । কিন্তু জাতি একসময় এর ফল হারে হারে টের পাবে । কিন্তু সেই দিন এর প্রতিকার দুঃসাধ্য । আমারতো মনে হয় বর্তমানেও তা দুঃসাধ্য । এরই মাধ্যমে ধ্বংস হবে দেশের স্বাধীনতা, এই সমাজ , দুর্নীতির কবলে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙ্গে দারিদ্রতার করাল গ্রাসে দুঃখে দুঃখে মরবে জাতি । বিচার পাবেনা বিচার প্রার্থীরা, অপরাধীরা দুর্নীতির মাধ্যমে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে আর সমাজকে অপরাধে ভরিয়ে দেবে ।

দেশের এই ক্রান্তি লগ্নে প্রয়োজনের তাগিদে কিছু পরিবর্তনের উদ্দেশ্যে নিবেদিত মিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত ওএনএন টুয়েন্টি ফোর (onn24.com) নিরলস ভাবে কাজ করছে । আপনারা যারা আমাদের মিডিয়ার পরিবারের মাঝে সাংবাদিকতার সংবাদের মাধ্যমে, একজন লেখকের ভুমিকায় লিখনীর মাধ্যমে। সাহিত্যিকের সাহিত্যের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও মিডিয়ার বিরুদ্ধে , দেশ ও জাতির কল্যাণে আরো বড় ধরনের ভুমিকা রাখা আমাদের খুব বেশি প্রয়োজন । এই জন্য পূর্বের চেয়ে আপনাদের আরো বেশি দায়িত্ববান হবার জন্য অনুরোধ রইলো । আমাদের মিডিয়া (onn24.com) আপনাদেরকে এ ব্যাপারে সার্বিকভাবে সহায়তা করবে । আপনারা আরো সৃজনশীল লিখা লিখি পাঠান । আমাদের মেইলঃ । আজ এখানেই । আল্লাহ হাফেজ...

বিষয়: সাহিত্য

১১০৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328926
০৭ জুলাই ২০১৫ রাত ০১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নব উদ্যোগ কে স্বাগত জানাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File