কবির নিবেদন

লিখেছেন লিখেছেন Imran ০৩ নভেম্বর, ২০১৮, ০৯:৩৯:২৭ সকাল

গৌধূলির রঙে যখন সন্ধা আসে নেমে

জিবনে যত উচ্ছাস থেমে যায় সব কোলাহলে.।

হৃদয়ের মায়া ততটুকুন হোক যতটুকু হলে;

আমি আপনাকে আপনি আমাকে লিখবেন।

কবি সে কোন পেশা নয় সে আমার প্রতিচ্ছবি।

যদি আমার খোজ কখনো ইচ্ছে করে নিতে

তবে আমার কবিতার পানে নাহয় অনিমেষ রইবেন চেয়ে।

সন্ধার কালো আধার যখন ঢেকে দিবে নিকুঞ্জবন

কবিতাটি আমার রইবে তখন জলে আলো দেখাবে বলে।

আপনার যদি ইচ্ছে করে কবু লিখতে কলমের আলোয় আমায়

চয়ন করবেন সমুদ্রের খুল ভেঙেছিল এমন অতৃপ্ত শব্দ।

যে শব্দ মানবতারসীমা লঙ্গন করে হয়েছে রক্তাক্ত

একাত্তরের মা জননী যে শব্দের জন্য;

তার দামাল ছেলেদের দিয়েছে বিসর্জা।

যাই যোক যদি কখনো ইচ্ছে করে লিখতে;আমায়,

তবেই লিখবেন অন্যতায় কি প্রয়োজন?

বিষয়: সাহিত্য

৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File