অপরাধীরাই বদনাম ছড়ায় বেশি

লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২৯ এপ্রিল, ২০১৫, ০২:১২:৩০ দুপুর

কারো মুখের কথা বিশ্বাস করে কাউকে খারাপ মনে করোনা, হয়তো যে ব্যক্তি তোমাকে অন্যের দোষের গল্প শুনাচ্ছে সে নিজেই সবচেয়ে বড় অপরাধী।

------------------------------

নিজে ভালো করে যাচাই করে তারপর অন্যের দোষগুণ বিবেচনা করুন, না হয় আপনিও সবচেয়ে বড় অপরাধী হয়ে যেতে পারেন।

আজকে দেখুন যাদের কথায় আপনার আমার মত ব্যক্তিরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হই,এবং দেশবিদেশে গৌরব করে বলি I'm Proud to be a bangali আজকে তাদের মধ্যে ও যাঁদের কাছ থেকে চিনিয়ে এনেছি আমাদের মানচিত্র,ওদের মধ্যে কোনো পার্থক্য আছে কি।

এই হলো চেতনাবিদ দের গণতন্ত্র, আমরা যাঁদের সাথে তাল মিলিয়ে বলি জামায়াত শিবির রাজাকার, স্বাধীনতার চেতনা,বিএনপি দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, বিশৃঙখলাকারী বিএনপি জামায়াত জোট। ইত্যাদি নামে অপ্রচার করেন।

তাদের কর্মের দিকে তাকান একবার, যারা মিডিয়াতে বড়মুখে বলে বেড়ায় চেতনা, গণতন্ত্র, রাজাকার,দুর্নীতিবাজ ও জঙ্গিবাদ দের টাই নেই এই বাংলাদেশে।

আমার প্রশ্ন তাদের কাছে গণতন্ত্র মানে কি ভোট চোরি করা, গণতন্ত্র মানে কি ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট কাস্ট হয়ে যাওয়া,গণতন্ত্র মানে কি জনস্মুখে চোরি করে আমি চোর না বলে বেড়ানো।

গণতন্ত্র মানে কি চোরের মার বড় গলা?

আমার ক্ষুদ্র জ্ঞান বলতেছে ৭১ এর নির্বাচনে যে ভোটে মুজিবুর রহমান সাহেব বিজয়ী হয়েছিলেন সেই জয় এমন ভাবে হয়নাইতো।

আজকের ৩ সিটি নির্বাচনের মত?

ম তে মুই

মুই রাজাকার মুই রাজাকার।

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File