বাঙালী তাঁর সং স্‌কৃতি থেকে সরে যাচ্‌ছে!!!

লিখেছেন লিখেছেন বাঙালীর কান্না ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৪৬:৪৩ সকাল

বাঙালী তাঁর সং স্‌কৃতি থেকে সরে যাচ্‌ছে!!!

আমি খুলনায় থাকি।স্‌বভাবত্‌ই আমার মাঝে মধ্‌যেই ব্‌ই মেলায় যাওয়া হয়।আজ ব্‌ই মেলা শেষ হবে।আমি ব্‌ই মেলায় গিয়ে দেখলাম সেখানে সাং স্কৃতি মূলক অনেক কাজ হচ্‌ছে।আর বাঙলা সাহিত্‌য সহ নানান ব্‌ইয়ের দোকানে নেই উপচে পড়া ভিড়।অধিকাং্‌শ কাপল,তারা আছে ফুচকা,পাপড় ও ঝাল-মুড়ির দোকানে। এটা কি আমাদের ব্‌ই মেলার সং স্কৃতি???আজ বিলুপ্তি ঘটছে আমাদের ঐতিহ্‌যবাহী সঙ্গস্কৃতি।

আমাদের সবাইকে বাঙলা সঙ্গস্কৃতি বাঁচিয়ে রাখার জন্‌যে যুগান্তকারী পদক্‌ষেপ হিসেবে বাঙলার আদি ইতিহাস মূলক ব্‌ই পড়া দরকার। তাহলেই জানতে পারব বাংলার সম্পদশালী ইতিহাস.....

বাঙালীর সং-স্কৃতি বাঁচাতে আর কি কি পদক্‌ষেপ নেওয়া দরকার সবার মতামত আশা করছি।

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306486
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৮
হতভাগা লিখেছেন : বেশী বেশী করে সাংষ্কৃতিক আদান প্রদান করুন অন্য দেশের সাথে । তাহলে বাঙ্গালীয়ানা চান্কে উঠবে ।
306500
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:০৭
বাঙালীর কান্না লিখেছেন : বাংলার মানুষ এখন আমেরিকান হতে চায়....
হায়রে বাঙালী!!!
306509
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
306516
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৫
বাঙালীর কান্না লিখেছেন : Wellcome

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File