হৃদয়ে জানালা

লিখেছেন লিখেছেন সামজিদ সোহেল ১৮ জানুয়ারি, ২০১৫, ০২:৩৭:০০ রাত

সময়ের ব্যবধানে অনেক কিছু হারিয়ে যায়... আমিও এক সময় হারিয়ে যাব দূর অজানায়...

প্রতিটি মানুষের জীবনের বহমান নদীতে থাকে হাসি- কান্না , সুখ-দুখঃ, পাওয়া-নাপাওয়া , অজর্ন- বিসজর্নের খেলা... এসব সময়ের ব্যবধানে সব মলিন হয়ে যায়... বেঁচে থাকে সৃতি...

এ সৃতি ধরে রাখার অমূলক মাধ্যম ডাইরী লিখন... যা মানুষের ফেলে আসা মুহুতের্গুলোকে করে তুলতে পারে অনেকটা সমৃতির পাতায়...

আমি পারি না লিখতে সেই সমৃতির ডাইরী । আমার সমৃতির ডাইরী লিখন হল ফেইসবুকের আমার রঙ্গিন ওয়ালটি... এ পাতাটিতে লিখেযাই আমার হাসি কান্নার , সুখ দুঃখ , ভালোলাগা মন্দলাগা সবকিছু.... এটি যে আমার মনের জানালা... যখন যা মন চায় লিখেবসি মনের জানালার খোলা পাতায়.... একে বসি নিজের নিজের ক্যানভাসের নানা কথা....

আজ নতুন করে একটি ডাইরি নিয়েছি সময়ের ভাবনাগুলো লিখব ভেবে... হয়তো এই ডাইরীটাই হয়ে উঠবে একসময় অনেক পুরানো কিছু সমৃতির বাহক...

আমার সেই নতুন ডাইরীটার নাম.... টু][/b]টু ডে ব্লগ । আজ প্রথমবারের মত লিখতে বসলাম কিছু পাগল মনের কথা... সময়ের ব্যবধানে লিখে যাবো আরো কত না অব্যক্ত কথা.... রঙ্গিন ডাইরীটা করে তুলবো মলিন... মলিন ডাইরীটা সাজিয়ে নিব পরম ভালোবাসায়.....

সময় যে অনেক হয়েছে... চোখে যে ঘুম এসেছে.... যেতে হবে নদীর ওপারায়...

ভালো থেকো বন্ধু... দেখা হবে হৃদয়ের জানালায়.... কথা হবে মনের কিনারায়...

গড়ে উঠবে বন্ধুতব... বেঁচে থাকবে সমপকর্..... ধন্যবাদ !!!

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File