স্বপ্নের বাংলাদেশ সন্ত্রাসবাদের ঘাঁটি নয়

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৩ অক্টোবর, ২০১৫, ০৩:২৬:৫৩ দুপুর

মনটা খারাপ হয়ে গেল হঠাৎ। বিশ্বের নামি সবগুলো দৈনিক ফলাও করে প্রচার করছে আমার দেশের সংবাদ। কিন্তু সে সংবাদ থেকে আমাদের আশাবাদী হওয়ার কিছু নেই। অদ্ভুত এক অবস্থা; ইতালির নাগরিক চেসারে তাভেলার হত্যাকাণ্ড সরাসরি দুটি বিষয় সামনে নিয়ে এলো। এক. এ হত্যাকাণ্ডের সঙ্গে সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস জড়িত। দুই. এরপর নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হয়ে গেছে। আর বিশ্ব মিডিয়ায় নর্তন-কুর্দন শুরু হয়েছে ‘সোনার বাংলার মাটি, আইএসের জঙ্গিদের ঘাঁটি’। কোনো শক্তি কি তাহলে আইএসের ওপর দোষ চাপিয়ে নিজেদের সুবিধা আদায় করে নিচ্ছে না তো? অবাক করার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট সফর বন্ধ হওয়ার পাশাপাশি এ ঘটনার মধ্য দিয়ে জঙ্গিবাদের ইস্যুটি এখন সামনে উত্থাপন করা হচ্ছে। এতে করে আমাদের দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তার কী হবে? সত্যি বাংলাদেশের জন্য বহির্বিশ্বে এ ধরনের প্রচারণা শুনলে চোখ ভিজে আসতে চায় অশ্রুধারায়। অন্তত যাই হোক, এর মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে। ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে যারা এ ধরনের ‘তত্ত্ব’ উপস্থাপন করেছেন, তাঁরা দেশের শত্রু এবং মিথ্যাবাদী। এ ক্ষেত্রে তাঁরা চাইলে অন্তত যুক্তরাষ্ট্রের Country Report on Terrorism 2014-এ চোখ বোলাতে পারেন। যদি চোখের অসুখ না হয়ে থাকে, তিনি সহজেই বুঝতে পারবেন ২০১৪ সালে বাংলাদেশে কোনো বড় ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটেনি। এই বিদেশি হত্যা বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের এক ভ্রষ্ট উদ্যোগ। আমরা চাই না আমাদের প্রিয় স্বদেশকে কেউ সন্ত্রাসবাদের আস্তানা ভেবে বিভ্রান্তির সাগরে নিমজ্জিত থাক।

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344206
০৩ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৫৫
অনেক পথ বাকি লিখেছেন : হুম... বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে সন্ত্রাস করে যাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File