জঙ্গি তৈরির আস্তানা দেশের ২৫ হাজার কউমি মাদ্রাসা

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০১ এপ্রিল, ২০১৫, ০৪:০৭:৪৪ বিকাল



জঙ্গিদের হাতে প্রকাশ্য দিনে দুপুরে খুন হলেন মুক্ত চিন্তার মুক্ত মনের মানুষ ওয়াসিকুর রহমান বাবু। এর কিছুদিন আগে বই মেলায় শত শত লোকের মাঝে খুন হন আর এক মুক্ত মনের লেখক অভিজিত রায়। পুলিশ এত দিনে কোন ক্লু বের করতে পারেনি। তবে পুলিশ বিভাগে মাসুদ রানা গোয়েন্দা সিরিজ পড়নো হয় কিনা জানিনা। তবে এখন থেকে ডিবি যেন নিয়মিত পড়ে সেই বিষয়ে অনুরোধ রইল। খুনি ধরা না পড়লে সে নিয়মিত খুন করে যায়। অভিজিত রায় খুন হওয়ার পর ওয়াসিকুর খুন তার জলন্ত প্রমাণ। বাঙ্গালীর হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি সহজিয়া ভাব দর্শনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জঙ্গিবাদ। কউমি মাদ্রাসা আমাদের বাঙ্গালিপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আমাদের পহেলা বৈশাখ, নবান্ন, পহেলা ফাল্গুন, চৈত্র সংক্রান্তি উৎসব বিষয়ে আমাদের বাংলা ভাষা বিষয়ে উল্টা অবস্থান নিয়েছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত কোন ব্যাক্তি আর নিরাপদ নয়। মধ্য যুগীয় ধ্যন ধারনায় সিক্ত কউমি ধারা বিনা বাধায় কোন জবাব দিহিতা ছাড়া যত্র তত্র গড়ে উঠছে। শিক্ষা মন্ত্রনালয়ের কোন ধার তারা ধারে না। বাংলাদেশের কোন আইন কানুনের কোন ধার তারা ধারে না। যেমন বিজয় দিবস স্বাধীনতা দিবস তারা মানে না পালন করে না, জাতীয় পতাকা তারা উত্তোলন করে না। বাংলা ভাষা এখানে শিক্ষা দেওয়া হয় না। বাঙ্গালীর ইতিহাস এখানে পড়ানো হয় না। বিজ্ঞান কলা তাদের পাঠ্য বিষয় নয়। দেশের সরকার তারা মানে না। দেশের মধ্যে অন্যদেশ এই কউমি মাদ্রাসা। এক পরিসংখানে জানা যায় দেশে ২৫ হাজার কউমি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা গুলো নিয়ন্ত্রন অতি জরুরি। আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষাবিভাগ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে দেশবাসী তা আশা করে।

বিষয়: বিবিধ

৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File