হযরত জীবরইল আমিন ও এক নূরানী তারকা

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ০৮ আগস্ট, ২০১৫, ১২:২৪:১৮ দুপুর

একবার হুজুর (সা) হযরত জীবরাইল আমীনকে জিজ্ঞেস করলেন, হে জীবরাইল তোমার বয়স কত? জীবরাইল (আ) আরয করলেন, আমার সঠিক জানা নেই, তবে এটুকু জানি যে চতুর্থ হেজাবে এক নূরানী তারকা ৭০ হাজার বছর পর পর চমকাতো। আমি সেটাকে ৭২ হাজার বার চমকাতে দেখেছি। এটা শুনে হুজুর (সা) ফরমাইলেন, আমার প্রতিপালকের ইজ্জতের কসম! আমিই সেই নূরানী তারকা। (রুহুল বয়ান ৯৪৭, পৃ: ১ম জিলদ)

সবক: আমাদের হুযুর (সা) সৃষ্টি কুলের সবার আগে সৃষ্টি হয়েছেন এবং তাঁর পবিত্র নূর ঐসময়ও ছিল যখন না ছিল কোন ফেরেশতা, কোন মানুষ, না ছিল জমীন, আসমান বা অন্য কোন বস্তু।

মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী হযরত মুহাম্মদ (সা) কে অনুসরন করার তৌফিক দান করুন- আমিন।

তথ্যসূত্র: ইসলামের বাস্তব কাহীনি-হযরাতুল আল্লামা আবুন নূর মুহাম্মদ বশীর (রহ)

বিষয়: বিবিধ

১৫০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334470
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:২০
নাবিক লিখেছেন : ধন্যবাদ
334484
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৯
হতভাগা লিখেছেন : পবিত্র ক্বুরআনের বেশ কয়েক জায়গায় বলা আছে যে রাসূল(সাঃ) আমাদের মতই মানুষ ছিলেন , মাটি থেকে তৈরি ।
০৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৬
276718
রাজ্পুত্র লিখেছেন : মাটি থেকে তৈরি । আর আমিই সেই নূরানী তারকা। (রুহুল বয়ান ৯৪৭, পৃ: ১ম জিলদ) দ্বারা কি অন্য কিছু বুঝায়?
০৯ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৩
276719
হতভাগা লিখেছেন : ক্বুরআন শরীফে এর কোন হিন্টস্‌ থাকলে সূরা ও আয়াত উল্লেখ করুন।

ক্বুরআন শরীফের উপরে তো কোন কথা নেই।

যেখানে আল্লাহ বলেই দিয়েছেন যে তিনি মানুষদেরকেই নবী হিসেবে পাঠিয়েছেন (কাফেররা মানুষকে নবী হিসেবে দেখার চেয়ে বরং ফেরেশতাদেরকেই কামনা করতো নবী হিসেবে দেখার)এবং যদি ফেরেশতাদেরকে পাঠাতেন তাহলে মানুষ রুপেই পাঠাতেন ।
১০ আগস্ট ২০১৫ দুপুর ১২:১২
276923
রাজ্পুত্র লিখেছেন : ভাই হতভাগা আমিও জানি যে রাসূল(সাঃ) আমাদের মতই মানুষ ছিলেন , মাটি থেকে তৈরি ।- পবিত্র কোরআন অনুযায়ী

আমি শুধু বলেছিলাম পোষ্ট থেকে 'আর আমিই সেই নূরানী তারকা। (রুহুল বয়ান ৯৪৭, পৃ: ১ম জিলদ) দ্বারা কি অন্য কিছু বুঝায় কি না?
334494
০৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৭
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File