নাম বদলের সুযোগ নাই,কুমিল্লাকে বিভাগ চাই!!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৫০:৩০ দুপুর



"নাম বদলের সুযোগ নাই,কুমিল্লাকে বিভাগ চাই"

"আর কোনো দাবি নাই,কুমিল্লার নামে বিভাগ চাই"

ইত্যাদি শ্লোগানে মুখরিত কুমিল্লা শহরের প্রান কেন্দ্র,কান্দির পাড়।

সরকার ইতিমধ্যে কুমিল্লা জেলার নাম পরিবর্তন করে,'ময়নামতি বিভাগ' নামে কুমিল্লা জেলাকে বিভাগীয়করনের প্রস্তাব উত্তাপন করে একনেকে।

তাই ইতিমধ্যে কুমিল্লা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছি।

সকলেই "কুমিল্লা" নামেই বিভাগ করার জন্য সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।



‘কুমিল্লা নামে বিভাগ’ ঘোষণা না আসা পর্যন্ত কুমিল্লার সচেতন নাগরিক সমাজসহ সর্বস্তরের লোকজন আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

ময়নামতি নামে বর্তমানে বুড়িচং উপজেলায় একটি ইউনিয়ন রয়েছে!

কুমিল্লা এক সময় সমতটের রাজধানী ছিল। কুমিল্লা শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে অগ্রগামী। এ কারণে কুমিল্লা নামেই বিভাগ হওয়া উচিত।

আধুনিক সভ্যতার রূপ হলো কুমিল্লা। সমৃদ্ধ কুমিল্লা জেলার ইতিহাস ঐতিহ্যের শিকড় অনেক গভীরে। কুমিল্লাকে বাদ দিয়ে ময়নামতি নামে বিভাগের নামকরণের যৌক্তিকতা নেই। দেশের অনেক আন্দোলন সংগ্রামের উৎস কুমিল্লা জেলা।

ইতিহাস সাক্ষী অতীতে দেশে যত বিভাগ গঠন করা হয়েছে মানে যে জেলার নামে বিভাগ গঠন করা হয়েছে ওই জেলার কোনো বিশেষ নামকে প্রাধান্য দেয়া হয়নি। যদি প্রাধান্য দেয়া হতো তাহলে সিলেট বিভাগের নামকরণ হতো শাহজালাল বিভাগ। আসলে এমন প্রস্তাবনা কেন করা হলো আমার বোধগম্য নয়। আমিও কুমিল্লাবাসীর মত মর্মাহত।

সরকারের উন্নয়ন মূলক কাজকে সাধুবাদ জানাই।

কিন্তু উন্নয়নমূলক কাজ করতে গিয়ে অবশ্যই ঐ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর স্থানীয় জনগোষ্ঠীর

অনুভূতি কে জেনো শ্রদ্ধা করতে ভুলে না যাই!

বিষয়: বিবিধ

৮৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381890
১৬ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:২৮
হতভাগা লিখেছেন : বিভাগ না করে আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা করলে কেমন হয় ?
১৭ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৮:৩৯
315715
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : বাংলাদেশেতো ভারতে একটা প্রদেশ! =Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File