ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:০০:৫৩ রাত

"মানবতা বা ধর্ম" দিনশেষে সত্যের যেনো

জয় হয়।

পোষ্ট দেওয়ার কোন ইচ্ছে ছিলো না তবে

ভাবলাম আপনি মানবতায় বিশ্বাসী আর আমি

ধর্মে.... একটু চায়ের কাপে ঝড় উঠুক ক্ষতি

কই...

আপনি কি জানেন?? ধর্ম মানবতাকে

সম্পূর্ণরূপে বিশ্বাস করে, মানবতা বিহীন ধর্ম

নিষঙ্গ।

অথচ মানবতাবাদীরা কেনো ধর্মে বিশ্বাসী

নয়!! বুঝতে পারি না.....।।

বলতে পারেন আমরা ধর্ম নয়, অধর্ম পালন

করছি, কিন্তু কেনো? ধর্মের মাঝে আপনারা

মানবতার বীজ ফলাতে পারেন নি, তাই....

ধর্মকে এতো ঘৃণা করেন কেন আপনারা?? যদি

কেউ ধর্ম বিশ্বাস করে নিজে ভালো থাকে,

সৎ কাজ করে, অসৎ কাজ হতে বিরত থাকে...

তবে আপনি কে তাদের সেই বিশ্বাসকে

ভাঙ্গার...!!

আপনারা বলেন পুজা করেন সৃষ্টির, স্রষ্টার

নন.... আপনি কি জানেন স্রষ্টার প্রতি

বিশ্বাসের কারনেই সে ভালো কাজ করছে,

যে কারনে তাকে পুজা করছেন।।

ধর্মের প্রতি বিশ্বাসের কারনে যদি

মানবতাকে নিয়ে কাজ করা যায় তবে

আপনারা কেনো মানবতার সাথে ধর্মকে

নিতে পারবেন না।

বলতে পারেন যে ধর্মটা আপনি নিজে গ্রহন

করেন নি, জোর পূর্বক আপনাকে দেওয়া

হলো.... আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো সে

ধর্মটা কি আপনি সঠিকভাবে পালন

করেছিলেন??

আপনি কথা বলছেন আপনার মানবতাবাদ

নিয়ে, ধর্ম নিয়ে বলছেন না এ কারনে যে

আপনি ধর্মকে ঘৃণা করেন, ধর্মের কারনে

লজ্জিত নন।

ইসলাম বলে...: কতক্ষণ পর্যন্ত একজন লোক

পরিপূর্ণ ইমানদার নয় যতক্ষণ পর্যন্ত তার

প্রতিবেশী না খেয়ে নিদ্রাযাপন করে।

মানবতা নেই??

বৌদ্ধ বলে....: জীবহত্যা মহাপাপ, মানবতা

নেই??

হিন্দু বলে...: জীবে দয়া করে যে জন, সেজন

সেবিছে ঈশ্বর, মানবতা নেই??

আপনি বলতে পারেন যারা ধর্ম পালন করছে

তারা ঠিক নেই, যারা সম্পূর্ণরূপে ধর্ম পালন

করে তারা সঠিক।

আমরা মানবতাকে সাথে নিয়ে ধর্মে

বিশ্বাসী।

আমরা মানবতাবাদ আর ধর্ম কে আলাদাভাবে

সংজ্ঞায়িত করতে চাই না।।

আর পরিশেষে বলতে চাই, আমরা ধর্মান্ধ নই,

আমরা ধর্মপ্রাণ!

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File