১৪ ফেব্রুয়ারী(২৫ রবিউস সানি ১৪৩৬)- ইসলামী ভালোভাসা দিবস................

লিখেছেন লিখেছেন মুক্তিযুদ্ধের কন্যা ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪২:৩৯ সকাল



পশ্চিমা বিশ্বের জাহিলিয়াত, কুফার, বেহায়া, বেল্লা ভালোবাসা(ভেলেন্টাইন ডে) দিবসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলামী 'পেয়ার দিবস' মানে আমাদের নাবী এ কারিমের জীবনী। নবীজীর পেয়ার কোন দিবসে সীমাবদ্ধ ছিল না। তিনি মাসের ত্রিশ দিন পেয়ার করতেন। দাসী, বাদী, গনিমত, বুড়ি, ছুড়ি, ৭ বছরের শিশু................... কেউই তার পেয়ার থেকে রেহাই পান্নি। কথিত আছে নিজ পালক পুত্র জায়েদের স্ত্রীর রুপ যৌবন দেখে নবীজীর মাথা বিগড়ে যায়। অবশেষে কৌশলে আল্যার ওহি নাজিল করে বেচারা জায়েদের বিবিকে হাতিয়ে নেন।

সুতরাং বুঝতেই পারছেন, ভালোবাসতে চাইলে নবী এ কারিমের মত পেয়ার/ভালোবাসা শিখতে হবে। পশ্চিমা ভ্যালেন্টাইন ডে নয়।

বিষয়: বিবিধ

১৭০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304275
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৫৬
ছালসাবিল লিখেছেন : চলো পেয়ার করি, কি রাজি আছো Day Dreaming
304290
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৪
তুষার শুভ্র লিখেছেন : তোর মত ছাগল আর কি বলবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File