বিদ'আত তথা প্রবৃত্তির অনুসরণ জলাতংকের মতো: (দরসে হাদীস)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১২:৫৩ রাত

বিসমিল্লাহির রাহমানির রাহীম

বিদ'আত তথা প্রবৃত্তির অনুসরণ জলাতংকের মতো: (দরসে হাদীস)



عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّهُ قَامَ فِينَا فَقَالَ: أَلَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِينَا فَقَالَ: أَلَا إِنَّ مَنْ قَبْلَكُمْ مِنْ أَهْلِ الْكِتَابِ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَإِنَّ هَذِهِ الْمِلَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ: ثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَهِيَ الْجَمَاعَةُ زَادَ ابْنُ يَحْيَى، وَعَمْرٌو فِي حَدِيثَيْهِمَا وَإِنَّهُ سَيَخْرُجُ مِنْ أُمَّتِي أَقْوَامٌ تَجَارَى بِهِمْ تِلْكَ الْأَهْوَاءُ، كَمَا يَتَجَارَى الْكَلْبُ لِصَاحِبِهِ وَقَالَ عَمْرٌو: الْكَلْبُ بِصَاحِبِهِ لَا يَبْقَى مِنْهُ عِرْقٌ وَلَا مَفْصِلٌ إِلَّا دَخَلَهُ

বাংলা: মু‘আবিয়াহ ইবনু আবূ সুফিয়ান (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি দাঁড়িয়ে বললেন,আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে (একদিন) বললেন: জেনে রাখো! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং এ উম্মত অদূর ভবিষ্যতে তিয়াত্তর দলে বিভক্ত হবে। এর মধ্যে বাহাত্তর দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে। আর সে দল হচ্ছে "আল-জামা‘আত"

ইবনু ইয়াহইয়া ও আমর (রহঃ) (তাদের বর্ণিত হাদীসে) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, ‘‘ আমার উম্মাতের মধ্যে এমন এমন দলের আর্বিভাব ঘটবে যাদের সর্বশরীরে (বিদ‘আতের) প্রবৃত্তি এমনভাবে অনুপ্রবেশ করবে যেমন পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগীর সর্বশরীরে সঞ্চারিত হয়।" (সূত্র: সুনানে আবু দাউদ:৪৫৯৭, আহমাদ: ১৬৪৯০, মুজামুল কাবীর: ৮৮৪-৮৮৫, সুনানে দারেমী:২৫১৮



আলোচনা: জামাআত বলতে "আহলে সুন্নাত ওয়াল জামাত" তথা রাসূল ও সাহাবীদের সুন্নাহর উপর যারা চলবে এবং ঐক্যবদ্ধ থাকবে। যেমন তিরমিযীর বর্ণিত হাদীসে এসেছে- (সাহাবীগণ) বললেন, হে আল্লাহর রাসূল! সে দল কোনটি? তিনি বললেনঃ আমি ও আমার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত।" (জামে আত তিরমিযী:২৬৪১) অপর হাদীসে এসেছে-

"আমার পরে তোমাদের যে ব্যক্তি বেঁচে থাকবে সে অনেক মতভেদ দেখবে। এমতাবস্থায় তোমাদের কর্তব্য হবে আমার সুন্নাতকে ও হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ি রাশিদীনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা এবং এ পথ ও পন্থার উপর দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। সাবধান!(ধর্মের নামে) প্রতিটি নব আবিষ্কার সম্পর্কে! কারণ প্রতিটি নব আবিষ্কার হলো বিদ‘আত এবং প্রতিটি বিদ‘আত হলো ভ্রষ্টতা। (দ্রষ্টব্য: আবু দাউদ:৪৬০৭,আহমাদ: ১৬৬৯৪, তিরমিযী: ২৬৭৬, ইবনু মাজাহ্: ৪২



প্রথমত আক্বীদাকে করতে হবে বিশুদ্ধ (তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে) আর আ'মলকে করতে হবে বিদআ'ত মুক্ত। ফিকহী মতপার্থক্য ও মতবিরোধকে মনে নিয়ে প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে সকল সুন্নাহর অনুসারীর সাথে জড়িত থাকতে হবে, বিছিন্ন হওয়া যাবে না। মনে রাখতে হবে ইসলামে দলে -উপদলে বিভক্ত হওয়া হারাম। (দ্রষ্টব্য: সূরা ৩ আলে ইমরান:১০৩-১০৫, সূরা ৬ আনআম: ৫৯)

হাদীসে প্রবৃত্তির অনুসরণ তথা বিদ্‘আতকে "জলাতংক" রোগের সঙ্গে তুলনা করা হয়েছে, জলাতংক যেমন রোগীর শিরা উপশিরায় প্রবেশ করে মৃত্যু ডেকে নিয়ে আসে তেমনি জলতাংকে আক্রান্ত অপর কাউকে কামড়ালেও তার জলাতংক হয়। বিদআ'ত বা প্রবৃত্তির অনুসারীর কবলে পড়েও অন্যরা বিদ'আতী হয়, তাই বিদ'আতীর ধারে যাওয়াও ঠিক নয়।



আল্লাহ আমাদের বিদ'আত থেকে মুক্ত রেখে পরিপূর্ণ ভাবে সুন্নাহর অনুসারী করুন। আমীন।

সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম

বিষয়: সাহিত্য

৬৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File