আযান (এসো কল‌্যাণের পথে)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:৪১:১৩ রাত

এসো নামাযে, কল্যাণের পথে শোনো মুয়াজ্জিনের আহ্বান!

আযান শুনে বায়ু ছেড়ে পলায়ন করে অভিশপ্ত শয়তান!!

আযানের স্মৃতিতে ওমর ফারুক, যায়েদ বিন আরকাম

হাবশী বেলালের বাড়িয়েছে খ্যাতি, গৌরবের ইসলাম।

ঐ সুমধুর আযানের সুর, আসছে মিনার থেকে

প্রভু সুমহান, আল্লাহর নাম বলছে ডেকে ডেকে।

আযান মানে সারিবদ্ধতায় মসজিদে নামায পড়া

সুখ-দু:খে, বিপদ-আপদে অপরের হাত ধরা।

আযান মানে কালেমার ধ্বনি, প্রভুর গুণগান

রাসূলের সুন্নাতে সব কামিয়াবী মানবতার কল্যাণ।

আল্লাহু আকবার বলছি বারবার, আহ! কী মধুর আযান

কী যে এক আকর্ষণে মসজিদ পানে ছুটছে মুসলমান

আযান শুনে কেউবা আকূল, কারো অন্তর্জ্বালা

পথ-ভ্রষ্ট ওরা, নষ্ট জীবন ইবলিসের চ্যালা।

অভিশপ্ত সে বদ্ধ মনে জীবন আঁধারে ঢাকা

শীর্ণ তার হৃদয়ের খাঁচা কপালের কেশ বাঁকা।

আযান শোনে না উত্বা, শায়বাহ, আবুজাহাল নরাদম

তাদের পতাকায় এখনো আছে যারা অভিশপ্ত একদম!

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357924
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০২:৪৯
অপি বাইদান লিখেছেন : এত আজান শুনে শুনে পাকিস্তান, সৌদি আরব, আফগানিস্তা, সুদান, সোমালিয়া, বাংলাদেশ কী কী কল্যান অর্জন করেছে? চোর, ছেঁচরে সব ছেয়ে গেছে।

অন্য দিকে আজানের কর্কশ শব্দ দূষণ ছাড়া ইউরোপ, আমেরিকা, জাপান, সিঙ্গাপুর, চীন, কানাডা, অস্ট্রেলিয়া..... ওরা বেশ আছে।
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:০৫
297011
শেখের পোলা লিখেছেন : আর কিছুকাল অপেক্ষা করলে সারা বিশ্বেই আজান শুনতে পাবেন৷ "কদরে জওহর শাহ দানাদ আও বেদানাদ জৌহরী"--মণি মুক্তোর কদর বাদশাহ জানে, কারণ তিনি ব্যবহার করেন৷ আর জানেন সেঁকরা, যিনি গহণা বানান৷ বাইদানী তা কেমনে বুঝবে?
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৫
297097
সামসুল আলম দোয়েল লিখেছেন : ঢাকের বাদ্য, কাসার শব্দ,ঘন্টার ধ্বনী,পটকাতে, মিউজিকে শব্দদূষণ হয় না?
ইউরোপ, আমেরিকাতে কী হয় তা মনে হয় জানেন না!কখনো গিয়েছেন কী?
জনপ্রিয় হবার আরো উপায় আছে! শুধু ধর্মে আঘাত করে সস্তা জনপ্রিয়তার মতো নোংরা জিনিস আর হয় না।
357933
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:০৬
শেখের পোলা লিখেছেন : চমৎকার হয়েছে৷ ধন্যবাদ৷
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৫
297098
সামসুল আলম দোয়েল লিখেছেন : ধন্যবাদ। ভালো থাকুন
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
357945
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ১০:০৬
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আযান শব্দ দূষণ করে - তাসমিমা হাসান
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৫
297099
সামসুল আলম দোয়েল লিখেছেন : ধন্যবাদ। ভালো থাকুন Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File