Day Dreamingখেজুরের উপকারিতা Day Dreaming

লিখেছেন লিখেছেন ক্ষনিকের যাত্রী ০৪ জুলাই, ২০১৫, ০৮:২০:০০ রাত



পবিত্র রমজান মাসে ইফতারে খেজুর খাওয়া হয়। Eat এই খেজুরে রয়েছে শরীরের জন্য খুব প্রয়োজনীয় সব উপাদান। তাই সারা বছরই খেতে পারেন খেজুর।Smug ফলটি খেতেও ভালো, পুষ্টিগুণেও সেরা। তবে যাঁদের রক্তে চিনির পরিমাণ বেশি, তাঁদের খেজুর খেতে খানিকটা বিধিনিষেধ আছে। Worried

Rolling Eyesআসুন জেনে নিই খেজুরের উপকারিতা;

Day Dreamingরমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকায় শরীরে ক্লান্তি আসে। খেজুরে প্রচুর পরিমাণ খাদ্যশক্তি থাকায়, খেজুর খেলে দ্রুত দুর্বলতা কেটে যায়।

Day Dreamingএ সময় অনেকক্ষণ খালি পেটে থাকতে হয় বলে শরীরে গ্লুকোজেরও ঘাটতি হয়। খেজুর খেলে দ্রুতই গ্লুকোজের ঘাটতি পূরণ হয়।

Day Dreamingখেজুর খিদের তীব্রতা কমিয়ে দেয়। পাকস্থলীকে কম খাবার নিতে উদ্বুদ্ধ করে। অন্যদিকে শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দেয়। মুটিয়ে যাওয়াও প্রতিরোধ করে।

Day Dreamingকখনো বেহিসাবি খাওয়াদাওয়া করে ফেললে, অনেক সময় বদহজম হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারেন খেজুর।

Day Dreamingখেজুর প্রাকৃতিক আঁশে পূর্ণ। এক গবেষণায় দেখা গেছে, খেজুর কোলন ক্যানসার প্রতিরোধ করে। আর যাঁরা নিয়মিত খেজুর খান, তাঁদের ক্যানসারের ঝুঁকিটাও কম থাকে।

Day Dreamingযাঁরা রক্তস্বল্পতায় ভুগছেন। তাঁরাও খেজুর খেতে পারেন নিয়মিত। খেজুর রক্ত উৎপাদনকারী ফল হিসেবেও পরিচিত।

Day Dreamingখেজুরে আছে প্রচুর পরিমাণ ডায়াটরি ফাইবার। এই ফাইবার শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা সহনীয় পর্যায়ে রাখে।

Day Dreamingএর ক্যালসিয়াম হাড়কে মজবুত ও শক্তিশালী করে।

ফুসফুসের প্রদাহ এবং সুরক্ষায় খেজুর বিশেষ কার্যকর।

Day Dreamingঅন্ত্রের কৃমি প্রতিরোধে খেজুর বিশেষ ভূমিকা রাখে। খেজুর অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে হজমেও সহায়তা করে।

Day Dreamingখেজুরে প্রচুর পরিমাণ ভিটামিন ‘এ’ থাকে। দৃষ্টিশক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে রাতকানা রোগপ্রতিরোধেও খেজুর কার্যকর।

Day Dreamingশিশুদের জন্যও খেজুর ভীষণ উপকারী। খেজুর শিশুর দাঁতের মাড়ি শক্ত করে।

Day Dreamingবুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য খেজুর সমৃদ্ধ এক খাবার। এই খেজুর মায়ের দুধের পুষ্টিগুণ আরও বাড়িয়ে দেয়। সেই সঙ্গে শিশুর রোগপ্রতিরোধক্ষমতাও বাড়িয়ে দেয়।

Day Dreamingখেজুর লৌহসমৃদ্ধ ফল। রক্তে লোহিত কণিকা উপাদানটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয়। খেজুর লৌহসমৃদ্ধ বলে এই রক্তশূন্যতা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে।

Day Dreamingখেজুরে আছে এমন সব পুষ্টিগুণ, যা খাদ্য পরিপাকে সাহায্য করে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য রোধেও সক্ষম।

বিষয়: বিবিধ

১৯৩৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328624
০৪ জুলাই ২০১৫ রাত ০৮:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খেজুরের যা দাম কেমতে খামুরে ভাই । Whew! Whew! Whew!
328627
০৪ জুলাই ২০১৫ রাত ০৯:০২
অপি বাইদান লিখেছেন : ডায়াবেটিক রোগিদের জন্য খেজুর একটি বিষ ফল।
০৫ জুলাই ২০১৫ রাত ০৩:৫৩
270885
ছালসাবিল লিখেছেন : Love Struck ডারিলিং এতত তারাতারি ডায়াবেটিক ধোরেছে Smug Smug
328647
০৪ জুলাই ২০১৫ রাত ১১:৩২
আবু জান্নাত লিখেছেন : গাছ থেকে নিজ হাতে ছিড়ে অনেক খেজুর খেলাম, সত্যিই এক অন্য রকম মজা, ফরমালিন মুক্ত, মানুষের স্পর্শ ছাড়া দারুন খাবার।
328654
০৫ জুলাই ২০১৫ রাত ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খেজুইরা আলাপ বেশি করলেও আমরা খেজুর খাই!!
খেজুর এর সাথে দেশিয় ফল ও খাওয়া উচিত। আর খেজুর ডায়াবেটিক রোগি দের জন্য ক্ষতিকর তো নয়ই বরং উপকারি। ডায়াবেটিক রোগিদের ডায়েট চার্টে দেখা যায় খেজুর কে অন্য ফলের থেকে বেশি পরমিানেই দেওয়া হয়।
০৫ জুলাই ২০১৫ সকাল ০৯:৩৮
270895
অপি বাইদান লিখেছেন : হাহা হাদিস : Rolling on the Floor Rolling on the Floor

সহিহ বুখারি, ভলিউম ৭, বই ৭১, হাদিস নং ৬৬৩- কোন ব্যাক্তি সকালে ৭টি জাওয়া খেজুর খাইলে ঐ দিন সে কোন প্রকার বিষক্রিয়া এবং যাদুটোনার শিকার হবে না।
328677
০৫ জুলাই ২০১৫ রাত ০৩:২৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : thank you very much . ভালো লাগল, ধন্যবাদ।
০৫ জুলাই ২০১৫ রাত ০৩:৫৯
270887
ছালসাবিল লিখেছেন : only thank you very much Waiting

328680
০৫ জুলাই ২০১৫ রাত ০৩:৫৫
ছালসাবিল লিখেছেন : ক্ষণিকাপিপিপি, খেজুর আমিও ভালো পাই। আমিও ভাবছিলাম আজওয়া খেজুর নিয়ে একটি পোস্ট দিবো Smug তখন আপনার এই পোস্টটি আমার কাজে লাগবে Drooling

গুড! গুড! গুড! Applause Applause Applause
আমিও খেজুর খাই Eat Eat Eat
328684
০৫ জুলাই ২০১৫ সকাল ০৫:৪১
বৃত্তের বাইরে লিখেছেন : হুম ......। Rolling Eyes Good Luck Good Luck
328693
০৫ জুলাই ২০১৫ সকাল ০৮:১১
শেখের পোলা লিখেছেন : উপকারী পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ৷
328714
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:০৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভালো পোস্ট Thumbs Up
১০
353946
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১১
361508
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে আসার অনুরোধ থাকল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File