কাব্যে - সূরা মাউন

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১০ ডিসেম্বর, ২০১৪, ১২:২২:৩২ রাত

দেখেছ কী তুমি(মুহাম্মাদ সঃ)দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে যারা

এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তারা।

বঞ্চিত করে তাদেরকে তারা ন্যায্য পাওনা থেকে

যদিও তাদের কাছে বঞ্চিতদের সম্পদ গচ্ছিত যায় রেখে।

ক্ষুধার্তকে তারা দেয় না খাদ্য কাউকে উৎসাহিত করেনা তাতে

নিজে যত পায়,তত শুধু খায়,বৈধ-অবৈধ দুই হাতে।

ক্ষুধার্ত যারা তাদেরও যে হক আছে তাদের সম্পদে

তাও তারা হায়, মানিতে না চায়,ব্যস্ত নিয়ে নিজেকে।

নিজের সাথে নিজেরা শুধু তারা,করে যায় বঞ্চনা

রোজ কেয়ামতে তাদের জন্যে,লাঞ্ছনা-গঞ্জনা।

লোক দেখানো নামাজে ব্যস্ত,আসল নামাজ নয়

অয়াইল নামক দোজখ শুধু,এসব নামাজীর হয়।

পাপের খাতা ভরপূর তাদের,পূণ্যের খাতা শূুন্য

ঈমানদার নয়,তারাই হয়েছে,মোনাফিক হিসাবে গণ্য।

সমাজে তাদের এমন পরিচয়,এমন ধরণের লোক

সামান্য জিনিষ দিয়েও চায় না,অন্যের উপকার হউক।

বিষয়: সাহিত্য

১১৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292888
১০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:০৯
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের --
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৭
236618
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
292907
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৩২
নোমান২৯ লিখেছেন : মাশায়াল্লাহ Thumbs Up Thumbs Up Thumbs Up| ধন্যবাদ Rose Good Luck
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৯
236624
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।
292923
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : ভাল হয়েছে, ধন্যবাদ৷
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৮
236623
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ কবিতাটি পড়ার জন্যে।
293163
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ আপনার এই কর্মকে কবুল করুন! আরো সুন্দর হোক আপনার ছন্দগাঁথা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File