"আমিই আমিতে নেই"

লিখেছেন লিখেছেন হাবিবুর রহমান-বিদ্রোহী ২৯ অক্টোবর, ২০১৬, ১২:৫৬:২৯ রাত

"তুমি হয়তো ভাবছো,

আমি ই আমি।

কিন্তু একটু চিন্তা করলে দেখবে আমার আমি আর নেই।

এই পৃথিবীতে আসার সময় আমি একজনের কাছে ঋণী।

সে আর কেও নই আমার দুঃখের সাথী,

যে আমার কষ্ঠ কে নিজের করে নেয়,

আমার মা।

তারপর থেকে আমি ঋণী হই আরেকজনের কাছে।

যে সারাদিন পরিশ্রম করে, নিজের শরীরের খেয়াল না রেখে সন্তানের চলার জন্য টাকা উপার্জন করে,

যার আদর মাখা শাসনে দেশ পায় একটি আদর্শ সন্তান।

যার ভালোবাসায় আমি আমি বলতে পেরেছি,

সে আমার বাবা।

আমি আরো ঋণী হয়ে গেলাম যখন বাবা চলে গেল আমাকে ছেড়ে অনেক দূরে।

যেখানে গেলে আর আসবেনা।

তখন আমি ঋণী হলাম আমার মামার কাছে।

তারপর ঋণী হলাম নানা,নানী,দাদী, খালাদের কাছে

যাদের অফুরন্ত ভালোবাসায় আমি আছি।

তারপরও আমি ঋণী,

আমার বোনদের কাছে,

যাদের জন্যই আমার মুখে হাসি থাকে।

এভাবে, আমি সমাজ, শিক্ষকের কাছেও ঋণী,

তাহলে বলুন, আমার আমিই টা কোথায়?

আমাকে যদি এদের মাঝে বন্টন করা হয়,

তাহলে আমি কি থাকি???????

বিষয়: Contest_priyo

১৪১২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379208
২৯ অক্টোবর ২০১৬ রাত ০১:০৫
হাবিবুর রহমান-বিদ্রোহী লিখেছেন : আবার ফিরে আসলাম
379209
২৯ অক্টোবর ২০১৬ রাত ০১:০৮
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / ধন্যবাদ /
379216
২৯ অক্টোবর ২০১৬ সকাল ০৭:১৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মানুষ অন্যের মাঝেই বেঁচে থাকে। রাসূল (সাঃ) এর কথানুযায়ী: মানুষ তার কর্মের মাঝে বেঁচে থাকে। সুন্দর লিখেছেন ভাইয়া।
379233
২৯ অক্টোবর ২০১৬ সকাল ১০:২৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File