- ছিচ কাঁদুনি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ এপ্রিল, ২০১৫, ১২:২০:৫৯ দুপুর
কাঁদতেই আমার ভাল লাগে
সকাল দুপুর তায়
কেঁদে কেঁদে যায়।
সাত সকালে আম্মু বকে
বেলা বয়ে যায়
আমি কেঁদে যাই।
স্কুলে গিয়ে স্যারের পড়া
আর পিটুনি খাই
তাই কেঁদে যাই।
বিকেল হলে খেলার মাঠে
চোট লাগে পা'য়
কেঁদে ফিরি তায়।
ঘুমায় যখন পড়তে বসে
আব্বুর ধমক খাই
কান্না শুধু পায়।
খেতে গিয়ে মাছের মাথা
দিদি যখন পায়
আমার কান্না পায়।
টম জেরীর কার্টুন দেখে
হাসতে যখন যাই!
ভুলে কান্না পায়।
২৩.০৪.২০১৫/০৮.৪০
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন