লোক গঠন কখনোই হবেনা।তাইলে কর্তব্য?
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৪ এপ্রিল, ২০১৫, ০৮:২৯:৫০ রাত
লোক গঠন কখনোই হবেনা।তাইলে কর্তব্য?
----------
হাঁ বলছি পর্যাপ্ত লোক গঠন কখনোই হবেনা।আপনার চাহিদা পরিমান লোক গঠন কিয়ামত পর্যন্ত হবেনা।
শুধু "লোক গঠন হয় নাই লোক গঠন হয় নাই " আত্বচিৎকার একটা চিন্তার অসুস্থতা মাত্র।
একটি সমাজ বিপ্লব মানে শুধু লোকগঠন নয়। লোক গঠন একটি মৌলিক কাজ একমাত্র কাজ নয়। আপনি অনেক যোগ্যতা সম্পন্ন মানে এই নয় যে সমাজে আর কোন যোগ্য ব্যক্তি নেই। আপনি অনেক কাজ করেছেন তার মূল্যয়ন করে বিরোধী খেলোয়াররা গেম প্লান তৈরী করেনা। করবেনা। আপনার মধ্যে ঘাটতি কি আছে তার এনালাইসিস করে গেম প্লান তৈরী হয়। মনে করবেনা না যে আলো আধাঁরীর খেলা দিয়ে অধীনস্থ জনশক্তিকে বোকা বানানো গেলেও বিরোধীদের কাছেও ক্যামোপ্লেজ তৈলি করতে পারবেন।
সব সময় সোশ্যাল চেইঞ্জ এর কিছু ফ্যাক্টর সামনে উপস্থিত হবে যা আপনার স্বাভাবিক কর্মপন্থা ও কর্মধারাকে বিকর করে দেবে। আপনার তৈরী করা লোক স্বাভাবিক ছন্দ হারাবে। সুতরাং লোক গঠন হবেনা।
সুতরাং কি করা যেতে পারে?
১. লোক যা আছে তা কাজে লাগানোর কৌশল জানতে হবে।
২. সামাজিক পরিবর্তনের ফ্যাক্টর গুলো ও তার প্রভাব বুঝতে হবে।
৩. দেশের মানুষকে আপন মনে করতে হবে। তাদের যোগ্যতাকে সম্মান করতে হবে। তাদেরকে যোগ্য নয় বলে অহংকারমূলক ধারনা বন্ধ করতে হবে।
৪. নৈতিক ও মনন পরিবর্তনের জন্যে ক্রমধারা বুঝতে হবে।
৫. ইসলামী রাষ্ট নয় আধুনিক কল্যান রাষ্টগঠনকে প্রথম পদক্ষেপ মনে করতে হবে।
৬. হেটারোজিনিয়াস মানুষ ও পরিবেশ হ্যান্ডলিংয়ের যোগ্যতা অর্জন করতে হবে।
৭. সাধারন মানুষের মনস্তত্ত্ব বুঝতে হবে। জিউগ্রাফিকেল ইফেক্ট ও হেরিডিটির ইফেক্ট বুঝতে হবে।
৮. সামাজিক পরিবর্তন হয় ধীরে ও স্বতস্ফুর্ত। চাপিয়ে দেয়া নয়।
৯. সব দেশ,সব দল ও ধর্মের সাথে বন্ধুত্ব করে চলতে হবে।আপোষকামী মনোভাবে চলতে হবে। অবশ্যই তা নিজ দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে নয়।
সমাজে যা আছে , যে মানুষ আছে , যতটুকু যোগ্যতা নরমালী অটোমেটিক তৈরী হয়ে আছে ততটুকু নিয়ে কাজে আগাতে হবে। লোক গঠন জাতীয় ফরমুলা প্যারালালী চলতে পারে।
বিষয়: বিবিধ
১৫৪৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই তিন নাম্বার এর উল্লেখ আসলো কেন? দেশের মানুষকে আপন ভাবেনা এমন হয় নাকি?
বাকি পরামর্শ গুলো অসাধারন! ধন্যবাদ সুন্দর লেখার জন্য
https://www.facebook.com/ShakillArSalan
মেসেজ দিয়েন।
মন্তব্য করতে লগইন করুন