ইসলাম বিষয়ে নীতি নির্ধারনী কথা বলার আগ।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৩ এপ্রিল, ২০১৫, ১১:৪৪:০৮ সকাল
ইসলাম বিষয়ে নীতি নির্ধারনী কথা বলার আগে
১. কুরআনে উল্লেখিত Almighty "আল্লাহ" সংক্রান্ত সব আয়াত দেখুন। আল্লাহর উপর ঈমান ঠিক করুন।
২. কুরআনে কুরআন সম্পর্কিত সব আয়াত একসাথে এক জায়গায় করে পড়ুন।
৩. কুরআনে রাসুল সা: সম্পর্কিত আয়াত ব্যাখ্যাসহ, শানেনুজুলসহ এবং আগের পরের আয়াত সহ মিলিয়ে পড়ুন।
--------------
এনালাইটিকেল ক্যাপাবিলিটি ডেভেলাপের জন্যে এই তিনটি বিষয়ে বিভিন্ন লেখকের বই পড়ুন।
----------------
প্রথমটি সর্বোচ্চ অগ্রাধিকার।
২য়টি ২য় অবস্থানে।
৩য়টি ৩য় অবস্থানে।
কোনটিই তার অবস্থান পরিবর্তন করবেনা।
-------------------
৪.কুরআন জ্ঞানীদের কথাকে গুরুত্ব দিয়েছে।
এই ৪র্থটি ৪র্থ অবস্থানে।
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্থিরীকৃত ধারণা নিয়ে কুরআন অধ্যয়ন করলে ছত্রে ছত্রে নিজের ধারণারই প্রতিচ্ছবি দেখা যায়- এটিও আলকুরআনের অনন্য মুজিজা!
এজন্য "আমার মতের পক্ষে কুরআন কী বলে" খুঁজে নেয়া খুবই সহজ!
কিন্তু প্রকৃতই কুরআন কী বলে সেটা খুঁজে বের করা আল্লাহতায়ালার সাহায্য ছাড়া সম্ভব নয়!
এজন্যই হাদীসে রসুল(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর প্রয়োজন!
কুরআন থেকে হুজুর এর কথা বেশি বুঝি!
মন্তব্য করতে লগইন করুন