আগের প্রজন্মের চিন্তায় ও দৃষ্টিভঙ্গীতে বিভোর হয়ে সভ্যতার গতি বিরোধী হয়ে যাবেননা।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৩ এপ্রিল, ২০১৫, ০৮:৫১:০৬ সকাল
আগের প্রজন্মের চিন্তায় ও দৃষ্টিভঙ্গীতে বিভোর হয়ে সভ্যতার গতি বিরোধী হয়ে যাবেননা।
ভিন্নমতকে জায়গা করে দিন। ভিন্নমত না থাকলে ব্রেইন স্টর্মিং হয়না।সুস্থ বিতর্ক ও জ্ঞান চর্চা হয়না। দীর্ঘদিন একই দৃষ্টিভঙ্গীর কথা শুনলে ব্রেইন একপেশে হয়ে যায়। সমাজ মানে "নানামুনির নানা মত"। সমাজ মানে অনেক ধর্ম, অনেক দল ও মত। ভিন্নমত হ্যান্ডংলিংয়ের যোগ্যতা অর্জন করতে হবে। ভিন্নমত দেখলে শরীর চুলকানো নয় ভিন্নমত দেখলে শ্রদ্ধা ও লাইটলি ও সংবেদনশীলতার সাথে সহনীয় ভাষায় বিপক্ষে কমেন্ট করুন। ভিন্নমত দেখলে গলা টিপে দেয়া নয়। ভিন্নমত দেখলে ভ্রান্ত বলা নয়। ভিন্নমত মানে ষড়যন্ত্রের গন্ধ খোজা নয়। প্রানের বিনিময়ে ভিন্নমত ভালবাসুন। আপনি যাদের স্কলার ভাবছেন তার সময়ে সে ভিন্নমতাবলম্বী ছিল। আধুনিক সমাজ চলে সমালোচনা ও ভিন্নমত দিয়ে। আধুনিক সমাজ ভিন্নমতকে জায়গা করে দেয়। এই জায়গা করে দিতে দিতে কোন একসময় তাদের মধ্য হতে বের হয়ে আসে ব্যতিক্রম, উদ্ভাবনী ও বিশ্লেষনী শক্তির উদ্দীপক অনন্য প্রতিভা। তাই আপনিও ভিন্নমতকে জায়গা করে দিন। ভিন্নমত সমাজ রাষ্টের সৌন্দর্য। গায়ের চামড়ার টেম্পারমেন্ট বাড়াতে হবে। সহনীয় শক্তি বাড়াতে হবে। আপনার মত থেকেও ভিন্নমতকে শ্রদ্ধা বেশী করুন। ভিন্নমত নিয়ে চিন্তা করুন।আন্তরিকতার সাথে আপন ভেবে ভিন্নমত কে বুঝার চেষ্টা করুন। ভিন্নমতের প্রতি আক্রমনাত্বক ও খড়গহস্ত হবেননা।ভিন্নমত সংখ্যা লঘু। ভিন্নমত না থাকলে পৃথিবীর সকল নতুনত্ব থমকে যেত। নতুন বই নতুন উপন্যাস নতুন ঢেউ সৃষ্টিশীলতা সৃজনশীলতা হারিয়ে গিয়ে পৃথিবী হত বিবর্ণ। নতুন চিন্তা ও ভিন্নমত সভ্যতা গঠন করে। আগের প্রজন্মের চিন্তায় বিভোর হয়ে সভ্যতা বিরোধী হয়ে যাবেননা।
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন