বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ শাহজাহান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিরোধী নেতাকর্মীদের আটক করে সরকারের দুঃশাসন লুকানোর হীন প্রচেষ্টা জনগণ রুখে দাঁড়াবে। লাগামহীন দ্রব্যমূল্যের সাথে অসহনীয় লোডশেডিং দেশবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। এমতাবস্থায় দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প সমাধান নেই। তিনি অবিলম্বে দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশবাসীকে দুঃশাসন থেকে মুক্তি দেয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের লক্ষ্য মানবতার সেবার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা।
৩ আগস্ট কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জেলা কর্মপরিষদ সদস্যদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
জেলা আমির মাওলানা নূর আহমাদ আনোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারি অ্যাড. ফরিদ উদ্দিন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জাহিদুল ইসলাম প্রমুখ।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন