ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের কোনোটিতেই টাইগারদের ওপেনিং জুটি ছুঁতে পারেনি পঞ্চাশের কোঠা। প্রথম ম্যাচে ৯, দ্বিতীয়টিতে ৪৮ ও তৃতীয় ওয়ানডেতে ২০ রানে ছেদ পড়ে টাইগারদের উদ্বোধনী জুটিতে। এবার জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে বিপক্ষে ১শ’ ছাড়ালো বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ। তামিম-লিটন মিলে স্কোরবোর্ডে তুললেন ১১৯ রান।
২৫.৪ ওভারে সিকান্দার রাজার বলে তামিম আউট হলে ভাঙে এই শতক ছোঁয়া জুটি। ৮৮ বলে ৯ চারে ৬২ রান নিয়ে সাজঘরে ফেরেন তামিম।
ফিফটির দ্বারপ্রান্তে রয়েছেন ওপেনার লিটন দাস। ৭৪ বলে ৪ চারে ৪৯ তার। ২৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪০ রান।
তামিমের ফিফটি, বিনা উইকেটে একশো পার বাংলাদেশের
শুরু থেকেই ধীর গতিতে ব্যাটিং করছিলেন তামিম ও লিটন। দুই ব্যাটারের ব্যাটিং দৃঢ়তায় এরইমধ্যে ১০০ ছুঁয়েছে বাংলাদেশ। আর তামিম পেয়েছেন ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরির দেখা।
৮১ বলে ৭ বাউন্ডারিতে ৫১ রান নিয়ে ক্রিজে রয়েছেন তামিম।
বিজ্ঞাপন
৬১ বলে ৪ বাউন্ডারিতে ৪২ রান নিয়ে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন।
২৩.৪ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান।
তামিম-লিটনের ধীর ব্যাটিংয়ে পঞ্চাশ পার বাংলাদেশের
টি-টোয়েন্টি সিরিজ হারে শুরু হয়েছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। সেই বাজে স্মৃতি মেটানোর দায়িত্ব এবার তামিম ইকবালের ওয়ানডে দলের ওপর। শেষটা ভালো করার লক্ষ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাসের ধীরস্থির ব্যাটিংয়ে ৯.৪ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫১ রান।
৩৩ বলে ৫ বাউন্ডারিতে ৩১ রান নিয়ে ক্রিজে আছেন তামিম ইকবাল। ২৬ বলে ১ চারে লিটনের সংগ্রহ ১৮*।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টসে জিতে টাইগারদের শুরুতে ব্যাটিং করার আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক রেগিস চাকাভা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধাভেরে, মাসাকাদজা, সিকান্দার রাজা, তারিসাই মুসাকান্দা, মিল্টন সাম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গি, ভিক্টর এনইয়াউচি, রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন