পরবর্তী প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এমন খবর ইতিমধ্যে চাউর হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করতে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড যে আইন পাস করেছে সেই পথেই হাঁটার কথা ভাবছেন ঋষি।
নিউজিল্যান্ডের সেই আইনের অধীনে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী সকলের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এমনই পদক্ষেপ নিতে পারেন সুনাকও।
সিগারেট নিষিদ্ধে পদক্ষেপ নেওয়ার খবর প্রত্যাখ্যান করেনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট। যুক্তরাজ্যের সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এমন নিয়ম আনার কথা ভাবছেন সুনাক, যাতে তরুণ প্রজন্ম আর সিগারেট কিনতেই পারবেন না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রশ্নের জবাবে ব্রিটেন সরকারের মুখপাত্র জানিয়েছেন, তাদের সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে ‘ধোঁয়ামুক্ত’ করে তোলা। সেই লক্ষ্য পূরণের জন্য নাগরিকদের সিগারেট ছাড়তে নানা ভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ব্রিটেন সরকার সিগারেট ছাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপও করেছে। অন্তঃসত্ত্বা নারীরা যেন সিগারেট ত্যাগ করেন, তার জন্য তাদের নানা রকম প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
দেশটিতে আগামী বছর নির্বাচন হতে পারে। তার কথা মাথায় রেখেই সুনাক জনমুখী বেশ কিছু প্রকল্প চালু করতে পারেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন