এবারও তাঁদের জায়গা অটুট। গত দুবছর কলকাতার পুজোয় সেই রৌনক দেখা যায়নি করোনার কারণে। এবার জাঁকজমক করে পুজো হচ্ছে। পুজোর উদ্বোধক হিসেবে এক নম্বরে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দু নম্বর কে হতে পারেন? বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কে? মমতা বৃহস্পতিবার থেকেই পুজো উদ্বোধন শুরু করেছেন। এদিন তিনি লেক টাউন এর শ্রীভূমি স্পোর্টিং এর পুজো, সল্ট লেক এ এফ ডি ব্লক এর পুজো আর টালা প্রত্যয় এর পুজোর উদ্বোধন করেন। মহালয়ার দিন থেকে তাঁর টানা পুজো উদ্বোধনের পালা। নবান্নে অনুরোধের পাহাড় জমে গেছে। মহাষষ্ঠী পর্যন্ত মুখ্যমন্ত্রীর আর সময় নেই। উদ্বোধনে তাঁর সঙ্গে থাকছেন ইউনেস্কো প্রতিনিধিরা।
অন্যদিকে মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে চাইছেন ছোট বড় সব সকলেই। কিন্তু সৌরভ যাচ্ছেন না উদ্বোধনে নিজের শরীরের কথা ভেবে। তাঁর হার্ট এ স্টেন্ট বসানো আছে। সাবধানতা অবলম্বন করতে চান তিনি। বেহালার পাড়ার প্লেয়ার্স কর্ণার এর পুজোয় তিনি থাকবেন। ঢাকও বাজাবেন। চলচ্চিত্র তারকাদের মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্তর চাহিদা সব থেকে বেশি। সেলিব্রিটিদের দিয়ে পুজো উদ্বোধন করানোর রেওয়াজটি কলকাতার বেশ পুরোনো। এবারও বলিউড এর একঝাক সেলিব্রেটি আসছেন পুজো উদ্বোধনে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন