ইসরায়েলি পুলিশ আলজাজিরার প্রতিবেদক শিরিন আবু আকলার দাফনে অংশ নেওয়া লোকজনকে আঘাত করেছে। ফিলিস্তিনিরা শিরিনের লাশ বহনের সময় ইসরায়েলি পুলিশ ভিড়ের মধ্যে লাঠিচার্জ করলে কফিন প্রায় পড়ে যাওয়ার অবস্থা হয়।
পুলিশ বলেছে, ভিড় থেকে পাথর নিক্ষেপের পর তারা লাঠিচার্জ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতাল প্রাঙ্গনে কফিনের চারপাশে জড়ো হওয়া ফিলিস্তিনিদের সঙ্গে পুলিশের উত্তেজনা চলছে।
পুলিশ কর্মীরা এক পর্যায়ে লাঠিচার্জ করে ও লাথি মেরে সমবেত লোকজনকে পেছনে ঠেলে দেয়।
ইসরায়েলি পুলিশ দাবি করেছে, তারা ঢিল ছোড়া উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, তিনি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ এবং কিছু পুলিশের আচরণে ‘গভীরভাবে বিমর্ষ’ হয়েছেন।
ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও সংযত ভাষায় সমালোচনা করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, শোককারীদের ওপর পুলিশের আঘাত করার চিত্র অস্বস্তিকর। তিনি বলেন, ‘শোকমিছিলে পুলিশের অনুপ্রবেশে আমরা দুঃখিত। ’
শুক্রবার পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় শিরিন আবু আকলাকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আলজাজিরা বলছে, ইসরায়েলি সেনারা তাকে সরাসরি গুলি করে হত্যা করেছে।
অন্যদিকে ইসরায়েল বলেছে, ঠিক কী ঘটেছে তা নির্ধারণ করা এখনও সম্ভব হয়নি। তাদের বক্তব্য, শিরিন সেখানে সমবেত সশস্ত্র ফিলিস্তিনিদের গুলিতেও নিহত হয়ে থাকতে পারেন।
বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী ইসরায়েলি সামরিক প্রতিবেদনে বলা হয়েছে, গুলিটি ‘ফিলিস্তিনি বন্দুকধারীদের ব্যাপক গুলিবর্ষণ’ থেকে বা একজন ইসরায়েলি সেনার ‘কয়েকটি গুলির’ থেকে আসতে পারে। ওই সেনার গাড়িতে একজন সন্ত্রাসী গুলি চালালে সে পাল্টা গুলি চালিয়েছিল।
সূত্র: বিবিসি
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন