বাজারে মিলছে প্রায় সব প্রকারের সবজি। কিন্তু অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। প্রায় সব প্রকারের সবজির দাম বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায়।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কাচাবাজার ঘুরে দেখা যায়, টমেটো ১৪০ টাকা ও গাজর বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। গত সপ্তাহেও ঢেড়স ছিল ৫০ টাকা, আজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা। কাকরোলে কেজিতে বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহেও যা ছিল ৫০ টাকা, আজ ৭০, শশা ৬০ টাকা কেজি।
বাজার ঘুরে দেখা যায়, লাউ ৫০ থেকে ৬০, কচুর লতি ৬০ টাকা, ১০ টাকা বাড়তিতে করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ছোট পাতা কপির পিস ৫০ টাকা, ঝিঙ্গা ৭০, চিচিঙ্গা ৭০, পটল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। কাঁচা কলার হালি ৪০ টাকা। এসব সবজি গত সপ্তাহে ১০ থেকে ১৫ টাকা কমে পাওয়া গেছে।
বিজ্ঞাপন
তবে শুধু পেঁপেই মিলছে ২৫ থেকে ৩০ টাকায়। আর আলুর কেজি ৩৫ টাকা।
বেড়েছে শাকের দামও। পাট শাকের জোড়া আঁটি ২৫ টাকা, কলমি শাক জোড়া আঁটি ২০ টাকা, কচুর শাক দুই আঁটি ২০ টাকা, মূলার শাক দুই আঁটি ৩০ টাকা, লাল শাকের জোড়া আঁটি ৩০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, শাপলা ডাটা ১৫ টাকা। আর ধনিয়ার পাতা ১০০ গ্রাম ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। লেবুর হালি ১৫ থেকে ২০ টাকা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন