আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা বলেছেন, দলের সাধারণ সম্পাদক হওয়ায় অনেক সত্য কথা ওবায়দুল কাদেরও বলতে পরেন না। তিনি জাতীয় নেতা তাকে জেনে-বুঝে-শুনে কথা বলতে হয়।
বুধবার (১৩ জানুয়ারি) বসুরহাট পৌরসভার কর্মী সমাবেশ শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো চাপে নেই। নেয়াখালীর প্রশাসন নিরপেক্ষ নয়। এমপি একরামুল করিম চৌধুরী আমাকে নির্বাচনে হারানোর জন্য টাকা খরচ করছে। নেয়াখালী ও ফেনীর এমপির অপরাজনীতির বিরুদ্ধে বললে প্রশাসনে যারা আছে তাদের চেহারা মলিন হয়ে যায়।
তিনি বলেন ওবায়দুল কাদেরের সঙ্গে আমার দূরত্ব সৃষ্টির কোনা কারণ নেই। তিনি আমার বিরুদ্ধে নেই। তার পক্ষ থেকে আমার ওপর কোনা চাপও নেই। এটা বলতে পারব। ওটা বলতে পারব না- এমন কোনা নির্দেশনাও নেই। তিনি দলের সাধারণ সম্পাদক হওয়ায় অনেক সত্য কথা বলতে পারেন না। তিনি জাতীয় নেতা, তাকে জেনে-বুঝে-শুনে কথা বলতে হয়।
আবদুল কাদের মির্জা আরও বলেন, দলীয় সভানেত্রীর কাছে আমার বিষয়ে সব খবর আছে, নিশ্চয়ই তিনি সব কিছু জানেন। নেত্রী আমার প্রতি বিরূপ বা বিরাগ হলে তো অনেক আগেই আমার কাছ থেকে নৌকা প্রতীক ছিনিয়ে নিয়ে যেতেন। নৌকা নিয়ে গেলে আমি কী আর আছি? কৌশলগত কারনে আমিও অনেক কথাই বলি, তবে আহম্মদ হোসেন ও মাহবুবু উল আলম হানিফরা বলেন অপরাজনীতির হোতা। তাদের ব্যাপার সতর্ক থাকবেন।
ব্রেকিংনিউজ
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন