দেশীয় কোনো চ্যানেল নয়, স্থানীয় দর্শকরা সবচেয়ে বেশি দেখেন কলকাতার বাংলা চ্যানেল জি বাংলা। চ্যানেলটির যে রেটিং, তার ধারে কাছে নেই দেশের কোনো চ্যানেল।
চলতি বছরের ৪৮তম সপ্তাহের টিআরপি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ভারতীয় এ চ্যানেলটি দর্শক গ্রহণযোগ্যতার দিক থেকে ছাপিয়ে গেছে বাকিসব চ্যানেলকে। শুধু স্থানীয় চ্যানেলকেই নয়, জি বাংলা টপকে গেছে হিন্দিভাষার চ্যানেলগুলোকেও। ঢাকা ও চট্টগ্রামের দর্শকদের আচরণ বিশ্লেষণের ফলাফল বেরিয়ে এসেছে সর্বশেষ এই টিআরিপতে।
কয়েকমাস আগেও হিন্দি চ্যানেলগুলোর রমরমা অবস্থান ছিল স্থানীয় দর্শকদের কাছে। কিন্তু, অনুষ্ঠানে বৈচিত্র্য না থাকায় চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন স্থানীয় দর্শকরা। ঝুঁকেছেন বাংলা সিরিয়ালগুলোর দিকে। এক্ষেত্রে ভরসার জায়গা হয়ে উঠেছে জি বাংলা আর স্টার জলসা। চ্যানেল দু’টির একাধিক সিরিয়ালের নাম স্থানীয় এখন দর্শকদের মুখে মুখে। দেশীয় কোনো চ্যানেলের অনুষ্ঠান এখন আর এই সিরিয়ালগুলোর সঙ্গে পেরে উঠছে না।
স্থানীয় রেটিং অনুযায়ী জি বাংলা এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল। এরপরই রয়েছে স্টার জলসা। সনি আট চ্যানেলটির অবস্থান ঠিক এরপরই। দেশীয় চ্যানেলগুলোর জায়গা হয়েছে আট নম্বরে। প্রথম সাতটি অবস্থান এই মুহর্তে ভারতীয় চ্যানেলের দখলে। সর্বশেষ টিআরপি অন্তত সে তথ্যই জানান দিচ্ছে।
পালাবদল
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন