MAB TITO
জাতীয়তাবাদীদের বিপরীতে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, ক্ষুদ্র জাতি সত্তাসহ বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সমন্বয়ে নতুন রাজনৈতিক পরিসর নির্মান করবার কথা আমি ভাবি, কাজ করি, যেখানে প্রত্যকেরই নাগরিক, প্রত্যকেরই মানবিক এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা সম্ভব। নিদেন পক্ষে এই অবস্থা অর্জন কিম্বা অর্জনের চেষ্টা "বাংলাদেশে প্রধান গণতান্ত্রিক লড়াইয়ের কাজ। সবাইকে অন্তর্ভূক্ত রেখে নতুন রাজনৈতিক গোষ্ঠী হিশাবে আমাদের বিশ্বের দরবারে দাঁড়াতে চেষ্টা করা। বুদ্ধিবৃত্তিক দিক থেকে চিন্তার কাজ তাহলে সেই রাজনৈতিকতার সম্ভাব্য রূপ নিয়ে ভাবা।"
..........................................................................................................